সিদ্দিক বাজার বিস্ফোরণতারিখ | ৭ মার্চ ২০২৩ (2023-03-07) |
---|
সময় | বিস্ফোরণ হওয়ার সময়: বিকেল ৪:৫০ মিনিট (বিএসটি) |
---|
অবস্থান | সিদ্দিকবাজার, নর্থ সাউথ সড়ক, ঢাকা, বাংলাদেশ |
---|
নিহত | ১৮ |
---|
আহত | ১০০+ |
---|
২০২৩ সালের ৭ মার্চ ঢাকার সিদ্দিক বাজারের একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ১৮ জন মানুষের মৃত্যু হয়, আহত হয় শতাধিক ব্যাক্তি।[১] বিস্ফোরণে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন সাততলা এবং আরেকটি ভবন পাঁচতলা। এর মধ্যে সাততলা ভবনের বেসমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়। আর পাঁচতলা ভবনের নিচতলাও বিধ্বস্ত হয়। এই ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়।[২]
ঘটনা
কারন
ওই ভবনে গ্যাসের লাইনের ছিদ্র থেকে গ্যাস জমেছিল। সেটা থেকে বিস্ফোরণ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।[৩]
হতাহত
প্রতিক্রিয়া
বিস্ফোরণের পর ভবনটিকে ঝুঁকিপূর্ণ বলে জানান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা।
আরও দেখুন
তথ্যসূত্র