সিজন অব স্ট্রেঞ্জার্স (প্রায়শই হাইকু চলচ্চিত্র হিসেবে উল্লেখিত)[১] ১৯৫৯ সালের অসমাপ্ত মার্কিন ১৬ মিলিমিটারে নির্মিত আভা-গার্দ-পরীক্ষামূলক নির্বাক সাদাকালো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
উৎপাদন
চলচ্চিত্রটি ডেরেনের একটি কর্মশালার অংশ হিসাবে ১৯৫৯ সালের ৬ জুলাই উডস্টক, নিউ ইয়র্কে চিত্রায়ণ শুরু হয় এবং ২৫ জুলাই পর্যন্ত চলে।[২] চলচ্চিত্রটির কাঠামোর জন্য চিত্রায়নের স্থানটি গুরুত্বপূর্ণ ছিল বলে ডেরেন পরবর্তীতে দাবি করেছিলেন। এছাড়াও জাপানি হাইকুর গীতাধর্মী দৃষ্টিভঙ্গি থেকে চলচ্চিত্রটি অনুপ্রাণিত।[১][২]
তথ্যসূত্র
বহিঃসংযোগ