কালিয়ামপুদি রাধাকৃষ্ণ রাও (ইংরেজি: Calyampudi Radhakrishna Rao) (জন্ম: ১০ই সেপ্টেম্বর ১৯২০ - ২২ আগস্ট ২০২৩) ছিলেন একজন ভারতীয় আমেরিকান পরিসংখ্যানবিদ। তিনি বর্তমানে পেনসিলভেনিয়া স্টেট বিশ্ববিদ্যালয়-এর অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং বাফেলো বিশ্ববিদ্যালয়-এর গবেষণা অধ্যাপক। তার সবচেয়ে বিখ্যাত আবিষ্কারের মধ্যে "ক্র্যামার-রাও বাউন্ড" এবং "রাও ব্ল্যাকওয়েল উপপাদ্য" উল্লেখযোগ্য। ভারত সরকার ১৯৬৮ ও ২০০১ সালে তাকে যথাক্রমে পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ প্রদান করেন।
তিনি ২০১১ সালে "গোল্ড মেডাল গাই" পান। এটা পরিসংখ্যান সর্বোচ্চ পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়। ভারতীয় দৈনিক দ্য টাইমস অফ ইন্ডিয়া তাকে সর্বকালের সেরা ১০ ভারতীয় বিজ্ঞানীর তালিকায় অন্তর্ভুক্ত করে।[২]
তিনি ২০০২ সালে বিজ্ঞানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় পদক পান।[৩]