সাহার জামান

সাহার জামান
ব্যক্তিগত তথ্য
জন্ম (1996-12-06) ৬ ডিসেম্বর ১৯৯৬ (বয়স ২৮)
মাঠে অবস্থান মধ্য মাঠের খেলোয়াড়
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
ইয়ং রাইজিং স্টার্স এফএফসি
জাতীয় দল
পাকিস্তান
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

সাহার জামান (জন্ম: ৬ ডিসেম্বর ১৯৯৬) একজন পাকিস্তানি মহিলা ফুটবলার। সে পাকিস্তান জাতীয় মহিলা ফুটবল দল ও ইয়ং রাইজিং স্টার্স এফএফসিতে মধ্য মাঠের খেলোয়াড় হিসেবে খেলে থাকে।

প্রাথমিক জীবন

জামান ১৯৯৬ সালের ৬ ডিসেম্বর পাকিস্তানের গিলগিত-বালতিস্থান অঞ্চলে জন্মগ্রহণ করে। একটি সাক্ষাৎকারে বলেছিল যে, সে মার্কিন গোলরক্ষক হোপ সোলোর থেকে অনুপ্রাণিত হয়ে ফুটবলের প্রতি আকৃষ্ট হয়।

কর্মজীবন

সাহার জামান পাকিস্তান জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপের দল ইয়ং রাইজিং স্টার্স এফএফসিতে খেলেন।

২০০৯ সালে ১৩ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলে জামানের অভিষেক হয়। ম্যাচটি ছিল ভারতের বিপক্ষে, আর সেটি বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল।[] তিনি ২০১২ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ট্রেনিং ক্যাম্পে অংশগ্রহণ করেছিলেন। এছাড়া ২০১৪ সালের অক্টোবরে, সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি স্বরুপ পাকিস্তান বাহরাইনের সাথে তিনটি প্রীতি ম্যাচ খেলেছিল, তাতে জামান অংশগ্রহণ করেছিল।[][]

তথ্যসূত্র

  1. Abbasi, Kashif (১৭ মার্চ ২০১৪)। "Woman footballer says dream to wear national colour fulfilled"Dawn। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১৭ 
  2. Rahim, Abdul (৩১ জুলাই ২০১২)। "Player's training will take off on 3rd August"। The Olympic Sports। ১৭ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১৭ 
  3. "Pak-Bahrain women series to provide a boost for the SA event"। The Capital Post। ২০ অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১৭ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!