সাফিয়া রহমান|
পূর্ণ নাম |
সাফিয়া আবদুল রহমান |
---|
জন্ম |
(1986-05-05) ৫ মে ১৯৮৬ (বয়স ৩৮) |
---|
মাঠে অবস্থান |
আক্রমণভাগের খেলোয়াড় (ফুটবল) |
---|
|
বছর |
দল |
ম্যাচ |
(গোল) |
---|
|
ঘাটেল মহিলা |
|
|
---|
|
|
ঘানা মহিলা জাতীয় ফুটবল দল |
০ |
(০) |
---|
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০ সেপ্টেম্বর ২০০৭ ফিফা মহিলা বিশ্বকাপ এর আগে তারিখ অনুযায়ী সঠিক। |
সাফিয়া আবদুল রহমান (জন্মঃ ১৯ মে ১৯৮৬) একজন ঘানাইয়ান মহিলা আন্তর্জাতিক ফুটবলার যিনি ঘানা মহিলা জাতীয় ফুটবল দলের হয়ে একজন ফরোয়ার্ড হিসাবে খেলেন। তিনি ২০০৭ ফিফা মহিলা বিশ্বকাপে অংশ নিয়েছিলেন । ক্লাব স্তরে তিনি ঘানার ঘাটেল মহিলা দলের হয়ে খেলেন। [১]
তথ্যসূত্র
- ↑ "Canada - Ghana Match Report" (পিডিএফ)। FIFA। ৬ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১৭।