সাফিয়া আবদুল রহমান

সাফিয়া রহমান
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম সাফিয়া আবদুল রহমান
জন্ম (1986-05-05) ৫ মে ১৯৮৬ (বয়স ৩৮)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড় (ফুটবল)
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
ঘাটেল মহিলা
জাতীয় দল
ঘানা মহিলা জাতীয় ফুটবল দল (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০ সেপ্টেম্বর ২০০৭ ফিফা মহিলা বিশ্বকাপ এর আগে তারিখ অনুযায়ী সঠিক।

সাফিয়া আবদুল রহমান (জন্মঃ ১৯ মে ১৯৮৬) একজন ঘানাইয়ান মহিলা আন্তর্জাতিক ফুটবলার যিনি ঘানা মহিলা জাতীয় ফুটবল দলের হয়ে একজন ফরোয়ার্ড হিসাবে খেলেন। তিনি ২০০৭ ফিফা মহিলা বিশ্বকাপে অংশ নিয়েছিলেন । ক্লাব স্তরে তিনি ঘানার ঘাটেল মহিলা দলের হয়ে খেলেন। []

তথ্যসূত্র

  1. "Canada - Ghana Match Report" (পিডিএফ)। FIFA। ৬ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১৭ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!