রাহগির আলমাহি এরশাদ যিনি সাদ এরশাদ নামে পরিচিত, হলেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব। তিনি রংপুর-৩ সংসদীয় আসনে সংসদ সদস্য ছিলেন।
জীবনী
সাদ এরশাদ ১৯৮৩ সালে জন্মগ্রহণ করেন।[১][২][৩] তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ ও জাতীয় সংসদের বর্তমান বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদের পুত্র।
২০১৯ সালের ১৪ জুলাই সাদ এরশাদের বাবা হুসেইন মুহাম্মদ এরশাদ মৃত্যুবরণ করেন।[৪][৫] এর কারণে রংপুর-৩ সংসদীয় আসন শূন্য হয়। শূন্য হওয়া আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত গ্রহণ করেন সাদ এরশাদ।
২০১৯ সালের ৩ সেপ্টেম্বর তিনি জাতীয় পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করেন।[৬][৭][৮] ৮ সেপ্টেম্বর তাকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।[৯][১০][১১] ১১ সেপ্টেম্বর তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন।[১২][১৩][১৪] এরপর, ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের রেজাউল করিম রাজু তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন ও সাদ এরশাদকে মহাজোটের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।[১৫][১৬][১৭] ২০১৯ সালের ৫ অক্টোবর অনুষ্ঠিত উপনির্বাচনে তিনি রংপুর-৩ আসনের সাংসদ হিসেবে নির্বাচিত হন।[১৮][১৯][২০] ২০১৯ সালের ২৯ অক্টোবর তাকে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব হিসেবে নিযুক্ত করা হয়।[২১][২২][২৩]
তথ্যসূত্র