সাড়ে ৭৪ ঘোষপাড়া |
---|
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার |
পরিচালক | সৌম্য সুপ্রিয় |
---|
চিত্রনাট্যকার | সুব্রত গুহরায় |
---|
কাহিনিকার | সুব্রত গুহরায় |
---|
শ্রেষ্ঠাংশে | পার্থসারথী চক্রবর্ত্তী অর্নব বিবেক ত্রিবেদী পামেলা সুতপা দাস |
---|
সুরকার | অশোক ভদ্র |
---|
চিত্রগ্রাহক | ঋতিপ্রসাদ ঘোষ |
---|
সম্পাদক | স্বপন গুহ |
---|
মুক্তি | ২০১৪ |
---|
দেশ | ভারত |
---|
ভাষা | বাংলা |
---|
সাড়ে চুয়াত্তর ঘোষ পাড়া বা সাড়ে ৭৪ ঘোষপাড়া হলো ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় বাংলা চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন সৌম্য সুপ্রিয় এবং প্রযোজনা করেছেন অজিত সুরেকা এবং সংগীত রচনা করেছেন অশোক ভদ্র।[১][২][৩]
কাহিনি
ছবির গল্প সাগ্নিক, অনিন্দ্য এবং কৌশিককে ঘিরে আবর্তিত হয়েছে। তারা একসাথে বাস করে ও বড় কিছুর স্বপ্ন দেখেন। অনিন্দ্য একজন হিরো হতে চায়, কৌশিক একজন বক্সার হতে ও তার বক্সার কোচকে বিয়ে করতে চায়, এবং সাগ্নিক চলচ্চিত্রের গায়ক হতে চায়। তবে টাকার অভাবে টাকা এবং অন্যান্য কারণে তারা তাদের লক্ষ্যে যেতে পারেন। একদিন তারা ১ কোটি টাকা দেওয়ার এক বিজ্ঞানপন দেখে ও তারা সুযোগটি লুফে নিতে চায়
অভিনয়ে
- সাগ্নিক, একজন সংগীত রচনাকারীর চরিত্রে পার্থসারথী চক্রবর্ত্তী
- কৌশিক, একজন বক্সারের চরিত্রে অর্ণব
- অনিন্দর চরিত্রে বিবেক ত্রিবেদী
- পিউ বিশ্বাস, গুগল বিশ্বাসের মেয়ের চরিত্রে পামেলা
- লিজা, একজন বক্সার ট্রেইনার-এর চরিত্রে সুতপা দাস
- ভোম্বল বাবু, মেসের মালিকের চরিত্রে সুব্রত গুহ রায়
- চম্পা, ভোম্বল বাবুর স্ত্রীর চরিত্রে পুলকিতা ঘোষ
- গুগল বিশ্বাস, পিউ বিশ্বাসের বাবার চরিত্রে সমীর রঞ্জন বিশ্বাস
- পারমিতার চরিত্রে জিনিয়া ঘোষ
- মজিলার চরিত্রে কমলিকা চন্দ
- দেবপ্রতীম দাশগুপ্ত
- নিমাই ঘোষ
- সজল পাল
অভ্যর্থনা
চলচ্চিত্রটি মূলত নেতিবাচক পর্যালোচনা লাভ করে। টাইমস অফ ইন্ডিয়ার রেটিংয়ে, চলচ্চিত্রটি পাঁচটি তারার মধ্যে অর্ধমার্ক পায় এবং তারা লিখে, "এটি সম্ভবত ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে খারাপভাবে তৈরি দোস্তী-হাস্যসরাত্মক চলচ্চিত্র"।[২]
তথ্যসূত্র