সাকালাকালা ভাল্লাভুডু |
---|
সাকালাকালা ভাল্লাভুডু র পোস্টার |
পরিচালক | শিভা গণেশ |
---|
প্রযোজক | অনিল কুমার গুন্তরেড্ডি, ত্রিনাদ ধাদালা, কিশোর, শ্রীকান্ত দীলালা |
---|
কাহিনিকার | শিভা গণেশ |
---|
শ্রেষ্ঠাংশে | তানিশক রেড্ডি,
মেঘলা মুক্তা, প্রুদভি রাজ, সুমন তলোয়ার, জীভা |
---|
সুরকার | অজয় পট্টনায়ক |
---|
চিত্রগ্রাহক | সাই চরণ |
---|
সম্পাদক | ধর্মেন্দ্র কাকরালা |
---|
প্রযোজনা কোম্পানি | সিমহা ফিল্মস |
---|
মুক্তি |
- ১ ফেব্রুয়ারি ২০১৯ (2019-02-01)
|
---|
দেশ | ভারত |
---|
ভাষা | তেলুগু |
---|
সাকালাকালা ভাল্লাভুডু হল একটি তেলুগু ভাষার চলচ্চিত্র, যেটি পরিচালনা করেছেন শিভা গণেশ ও প্রযোজনা করেছেন অনিল কুমার গুন্তরেড্ডি। চলচ্চিত্রটি নির্মিত হয়েছে সিমহা ফিল্মসের ব্যানারে। চলচ্চিত্রটি ছিল গ্রাম্য পটভূমিতে নির্মিত একটি বাণিজ্যিক ঘরনার চলচ্চিত্র।[১][২] চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন তানিশক রেড্ডি, প্রুদভি রাজ, সুমন তলোয়ার, জীভাসহ আরো অনেকে। চলচ্চিত্রটির চিত্রগ্রহণ ২০১৭ সালের ডিসেম্বরে শুরু হয়।[৩][৪] চলচ্চিত্রটি মুক্তি পায় ২০১৯ সালের পহেলা ফেব্রুয়ারিতে।[৫][৬] চলচ্চিত্রটি ছিল বাংলাদেশি অভিনেত্রী মেঘলা মুক্তার প্রথম তেলুগু চলচ্চিত্র।[৭]
অভিনয়ে
- তানিশক রেড্ডি
- মেঘলা মুক্তা
- প্রুদভি রাজ
- সুমন তলোয়ার
- জীভা
- অ্যালেক্সিস ম্যাকলিওড
- জাবারদাশ বিনয় কুমার
- উত্তেজ
- অনন্ত
- অপূর্ব
সাউন্ডট্র্যাক
চলচ্চিত্রটির সঙ্গীত রচনার সাথে যুক্ত ছিলেন অজয় পট্টনায়ক। চলচ্চিত্রটির গানগুলো মুক্তি পেয়েছিল ম্যাঙ্গো মিউজিক লেবেলের ব্যানারে।[৮] চলচ্চিত্রটির গানে সুরারোপ করেছিলেন আরএম সুবাস নাটায়ন এবং গিরিধর নাইডু।
ক্রমিক নং
|
শিরোনাম
|
সঙ্গীতশিল্পী
|
সুরকার
|
১
|
তিক্কা রেগিমা
|
গীতা মাধুরী
|
গিরিধর নাইডু
|
২
|
কুররায়িদু
|
শ্রীচরণ
|
গিরিধর নাইডু
|
৩
|
ইয়েলা ইয়েলা
|
ধনঞ্জয় ভট্টাচার্য
|
সুবাস নাটায়ন
|
৪
|
অন্ধ্র তেলেঙ্গানা
|
কেপিএসএস ঐশ্বরিয়া
|
গিরিধর নাইডু
|
মুক্তি
সাকালাকালা ভাল্লাভুডু ২০১৯ সালের পহেলা ফেব্রুয়ারি মুক্তি পায় এবং মুক্তির পর দর্শকদের নিকট থেকে মিশ্র প্রতিক্রিয়া লাভ করে।[৯][১০][১১]
তথ্যসূত্র
বহিঃসংযোগ