সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার অধ্যক্ষের তালিকা

মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা উপমহাদেশের একটি ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা যা ঢাকা আলিয়া মাদ্রাসা নামে অধিক খ্যাত। ১৭৮০ সালে বাংলার ফোর্ট উইলিয়ামের গর্ভনর জেনারেল ওয়ারেন হেস্টিংস কর্তৃক কলকাতায় কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। ১৯৪৭ সালে দেশ ভাগ হলে আলিয়া মাদ্রাসা কলকাতা থেকে ঢাকায় স্থানান্তরিত হয়। যখন ঢাকায় স্থানান্তর করা হয়, তখন মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন খান বাহাদুর মাওলানা জিয়াউল হক, তিনিই এই মাদ্রাসার প্রথম অধ্যক্ষ।[]

অধ্যক্ষগণের তালিকা

কলকাতা মাদ্রাসার প্রথম ২৬ জন অধ্যক্ষ ইউরোপিয়ান খ্রিষ্টান ছিলেন এবং পরবর্তী ৫ জন অধ্যক্ষ মুসলিম ছিলেন। (তালিকা দেখুন) পরে ১৯৪৭ সালে ভারত বিভাজন হলে গেলে মাদ্রাসাটির প্রায় সমস্ত বই-পুস্তক, শিক্ষক ঢাকাতে ঢাকা আলিয়া মাদ্রাসা হিসাবে স্থানান্তরিত হয়। এবং এই মাদ্রাসা যেহেতু কলকাতা মাদ্রাসাই ছিলো, তাই অধ্যক্ষের ক্রম শুরু হয় ৩১ তম থেকে।

কলকাতা আলিয়া মাদ্রাসা হিসাবে অধ্যক্ষ

ঢাকা আলিয়া মাদ্রাসা হিসাবে অধ্যক্ষ

১৯৪৭ সালের পরে কলকাতা আলিয়া মাদ্রাসার একাংশ ঢাকায় স্থানান্তরিত হয়, সাথে সাথে মাদ্রাসার সকল প্রয়োজনীয় কাগজ-পত্র, চেয়ার-টেবিলও ঢাকায় নিয়ে আসা হয়। এই মাদ্রাসার অধ্যক্ষের তালিকা:[]

নং নাম দায়িত্ব শুরু দায়িত্ব শেষ চিত্র
৩১ খান বাহাদুর জিয়াউল হক (মাদ্রাসা ঢাকায় স্থানান্তর)
(১৮৯৫-১৯৫৮)
১৯৪৭ ১৯৫৪
৩২ মৌলভী শেখ সরাফ উদ্দিন ১৯৫৪ ১৯৫৫
৩৩ মৌলভী মকবুল আহমেদ ১৯৫৫ ১৯৫৭
৩৪ মাওলানা হাফেজ আব্দুল হাফিজ ১৯৫৭ ১৯৬৪
৩৫ মাওলানা আব্দুল লতিফ ফারুকী ১৯৬৪ ১৯৬৯
৩৬ সাঈদ এ এল মোহাম্মদ লুতফুল হক ১৯৬৯ ১৯৭১
৩৭ মাওলানা মোহাম্মদ জালালুদ্দিন ১৯৭১ ১৯৭৩
৩৮ মাওলানা মোহাম্মদ ইয়াকুব শরীফ
(১৯২০-?)
১৯৭৩ ১৯৭৩
৩৯ এ কে এম আইউব আলী
(১৮৮৭ - ১৯৯৫)
১৯৭৩ ১৯৭৯
৪০ মাওলানা মোহাম্মদ ইয়াকুব শরীফ
(১৯২০-?)
১৯৭৯ ১৯৮৩
৪১ মাওলানা আব্দুল মান্নান ১৯৮৩ ১৯৮৪
৪২ প্রফেসর মোহাম্মদ ইউনুস শিকদার ১৯৮৪ ১৯৯৭
৪৩ মাওলানা আব্দুল মান্নান ১৯৯৭ ১৯৯৮
৪৪ মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন
(১৯৪৪-২০২২)
১৯৯০ ২০০০
৪৫ প্রফেসর মোহাম্মদ এস এ আব্দুল্লাহ ২০০০ ২০০১
৪৬ প্রফেসর মোহাম্মদ মনসূরুর রহমান ২০০২ ২০০৪
৪৭ মাওলানা নূর মোহাম্মদ
(১৯৩৯-২০২১)
২০০৪ ২০০৫
- হাসিবুর রহমান (ভারপ্রাপ্ত) ২০০৫ ২০০৫
৪৮ প্রফেসর মাওলানা মোহাম্মদ ইয়াসিন ২০০৫ ২০০৫
- এ কে এম ইসহাক আলী (ভারপ্রাপ্ত) ২০০৫ ২০০৫
৪৯ প্রফেসর মোহাম্মদ ইসমাঈল গনী ২০০৫ ২০০৯
- মোহাম্মদ আলমগীর রহমান (ভারপ্রাপ্ত)
(১৯৬৪-২০২২)
২০০৯ ২০০৯
৫০ প্রফেসর মোহাম্মদ একেএম ইয়াকুব হোসাইন ২০০৯ ২০১৩
- সিরাজ উদ্দিন আহমাদ (ভারপ্রাপ্ত) ২০১৩ ২০১৩
- প্রফেসর মোহাম্মদ আব্দুল আলী (ভারপ্রাপ্ত) ২০১৩ ২০১৩
- প্রফেসর সিরাজ উদ্দিন আহমাদ (ভারপ্রাপ্ত) ২০১৩ ২০১৪
৫১ প্রফেসর সিরাজ উদ্দিন আহমাদ ২০১৪
৫২ প্রফেসর মোহাম্মদ আলমগীর রহমান
(১৯৬৪-২০২২)
২০২২
- প্রফেসর মুহম্মদ আবদুর রশীদ (ভারপ্রাপ্ত) ২০২২ ২০২৩
৫৩ প্রফেসর মুহম্মদ আবদুর রশীদ ২০২৩

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "আলিয়া মাদ্রাসা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০২ 
  2. "সরকারি মাদ্রাসা-ই-আলিয়া | GOVT. MADRASAH-E-ALIA"www.dhkgovmalia.edu.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০২ 

বহিঃ সংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!