সরকারি বঙ্গবন্ধু কলেজ, ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত অনার্স শ্রেণী পর্যন্ত একটি সরকারি কলেজ, যা শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা হয়েছে। এই কলেজটি বর্তমানে বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি কলেজ। কলেজটি ১৯৯৪ সালে প্রতিষ্ঠা লাভ করে এবং ২০১৬ সালে জাতীয়করণ করা হয়। বর্তমানে কলেজের অধ্যক্ষের নাম প্রফেসর মোঃ আবদুর রহিম।
শিক্ষা কার্যক্রম
এই কলেজটি প্রতিষ্ঠার পর থেকে তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছে ও এর পরিব্যপ্তি বৃদ্ধি করেছে। বর্তমানে কলেজটিতে এইচএসসি ও অনার্স কার্যক্রম চলছে।[১]
এইচএসসি শ্রেণীর বিভাগ ও আসন সংখ্যা
শাখার নাম
|
মাধ্যম
|
আসন সংখ্যা
|
নুন্যতম জিপিএ
|
শাখা নির্বাচন
|
বিজ্ঞান
|
বাংলা
|
৩০০
|
৪.০০
|
সকল শাখা
|
ব্যবসায় শিক্ষা
|
বাংলা
|
৩৫০
|
৩.৫০
|
ব্যবসায় শিক্ষা ও মানবিক
|
মানবিক
|
বাংলা
|
৩০০
|
৩.৫০
|
ব্যবসায় শিক্ষা ও মানবিক
|
এছাড়াও অনার্স শ্রেণীতে তিনটি বিভাগ রয়েছে। সেগুলো হল:
- রাষ্ট্রবিজ্ঞান
- ব্যবস্থাপনা
- একাউন্টটিং
তথ্যসূত্র