সমকামিতা (হোমোসেক্সুয়ালিটি) বা সমপ্রেমিতা[১] বলতে সমলিঙ্গের ব্যক্তির প্রতি "রোমান্টিক আকর্ষণ, যৌন আকর্ষণ অথবা যৌন আচরণ"কে বোঝায়। যৌন অভিমুখিতা হিসেবে সমকামিতা বলতে বোঝায় মূলত সমলিঙ্গের ব্যক্তির প্রতি "আবেগীয়, রোমান্টিক ও/বা যৌন আকর্ষণের একটি স্থায়ী কাঠামোবিন্যাস"। এই ধরনের সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা ব্যক্তিগত বা সামাজিক পরিচিতি, এই ধরনের আচরণ এবং সমজাতীয় ব্যক্তিদের নিয়ে গঠিত কোনো সম্প্রদায়কেও এই শব্দটি দ্বারা নির্দেশ করা হয়।"[২][৩]
পৃথিবী জুড়ে সমকামীদের অধিকার আদায়ের জন্য অনেকেই নানাবিধ আন্দোলন করে যাচ্ছেন। তারই পথপরিক্রমায় ২০১৬ সালে এলজিবিটি মানুষদের অধিকার আদায়ের আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনা সমুহের তালিকা নিচে উদ্ধৃত হলো।
ঘটনাক্রম
জানুয়ারী
জুন
- ২৮ - ক্রেজের সাংবিধানিক আদালত এইদিন রেজিস্টারের মাধ্যমে যারা দম্পতি হয়েছেন তাদের স্বতন্ত্রভাবে সন্তান দত্তক নেওয়ার উপরে যে নিষেধাজ্ঞা ছিল তা উঠিয়ে নেয়।
সেপ্টেম্বর
তথ্যসূত্র
|
List of years in LGBT rights
|
|
|
|
|