সব কিছু নষ্টদের অধিকারে যাবে বাংলাদেশী লেখক হুমায়ুন আজাদ রচিত একটি কাব্যগ্রন্থ।[১] ১৯৮৫ সালের ফেব্রুয়ারি (ফাল্গুন, ১৩৯২ বঙ্গাব্দ) মাসে অমর একুশে গ্রন্থমেলায় ঢাকার অনিন্দ্য প্রকাশন থেকে এটি প্রকাশিত হয়।[২]
কাব্যগ্রন্থের কবিতাসমূহ
হুমায়ুন আজাদ তার প্রথম দুটি কবিতার বইয়ের পর এই বইতেও আবেগ ফুটিয়ে তুলেছিলেন নিজস্ব ভঙ্গীতে; প্রেমের কবিতা 'আমাকে ভালোবাসার পর' ছিলো একটি পুনরাবৃত্তি ছাঁচের কবিতা, 'তুমি সোনা আর গাধা করো' ছিলো একটি বিদ্রূপাত্মক কবিতা।[৩]
- সবকিছু নষ্টদের অধিকারে যাবে
- আমি কি ছুঁয়ে ফেলবো
- অন্ধ যেমন
- তুমি সোনা আর গাধা করো
- না, তোমাকে মনে পড়ে নি
- তোমাকে ছাড়া কি করে বেঁচে থাকে
- আমাকে ভালোবাসার পর
- তোমার পায়ের নিচে
- কতোবার লাফিয়ে পড়েছি
- আমি যে সর্বস্বে দেখি
- কবিতা-কাফনে মোড়া অশ্রুবিন্দু
- বাংলা ভাষা
- ব্যাধিকে রূপান্তরিত করছি মুক্তোয়
- নাসিরুল ইসলাম বাচ্চু
- কবির লাশ
- ভেতরে ঢোকার পর
- অনুপ্রাণিত কবি আর প্রেমিকের মতো
- তোমার ফটোগ্রাফ
- পঙ্গু মুক্তিযোদ্ধাদের উদ্দেশে
- পৃথিবীতে একটিও বন্দুক থাকবেনা
- আশির দশকের মানুষেরা
- যতোবার জন্ম নিই
- নৌকো, অধরা সুন্দর
- খাপ না খাওয়া মানুষ
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ