সপ্তম পর্যায়ের মৌল বলতে সেই সকল মৌলিক পদার্থকে বোঝানো হয় যেগুলো পর্যায় সারণির সপ্তম সারিতে (পর্যায়ে) রয়েছে। পর্যায় সারণিতে মৌলগুলো একাধিক সারিতে বিন্যাস করা হয়েছে। প্রতিটি সারিতে মৌলসমূহের ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এদের বৈশিষ্ট্যগুলো ক্রমান্বয়ে পরিবর্তিত হতে থাকে। একই বৈশিষ্ট্যের পুনরাবৃত্তি হলে নতুন সারিতে অন্তর্ভুক্ত করা হয় মৌলগুলোকে। একই কলামের মৌলগুলো সাধারণত একই ধরনের বৈশিষ্ট্যসম্পন্ন হয়ে থাকে। সপ্তম পর্যায়ে মোট ৩২টি মৌল রয়েছে।