সপ্তম জাতীয় সংসদ (১৪ জুলাই ১৯৯৬ – ১৩ জুলাই ২০০১) ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত হয়। নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠন করে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিরোধীদলের মর্যাদা পায়। ২৩ জুন ১৯৯৬ সালে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে মন্ত্রিসভা গঠিত হয় এবং ১৫ জুলাই ২০০১ সালে এই মন্ত্রিসভা বিলুপ্ত হয়। ১৯৯৬ সালের ১৪ জুলাই অষ্টম সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।[১] জনগণের সরাসরি ভোটে নির্বাচিত ৩০০ জন এবং সংরক্ষিত মহিলা আসনের ৩০ জনসহ মোট ৩৩০ জন সংসদ সদস্য নিয়ে সপ্তম সংসদ যাত্রা শুরু করে।[১]
৩০০টি আসনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ১৪৬টি আসনে জয়লাভ করে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১১৬টি আসনে জয়লাভ করে বিরোধীদলের মর্যাদা পায় যাতে খালেদা জিয়া সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। হুমায়ূন রশীদ চৌধুরী সংসদের স্পিকার এবং আবদুল হামিদ ডেপুটি স্পিকার নির্বাচিত হন। ২০০১ সালের জুলাইয়ে হুমায়ূন রশীদের মৃত্যুর পর আব্দুল হামিদ স্পিকার এবং আলী আশরাফ ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন।[১]
উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ
তথ্যসূত্র
- ↑ ক খ গ "প্রাক্তন সংসদসমূহ" (পিডিএফ)। জাতীয় সংসদ। ১৮ এপ্রিল ২০২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২০।
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গসংস্থা |
---|
সরকার |
---|
|
|
সংসদ |
---|
| সংসদ সংক্রান্ত | |
---|
সংসদসমূহ | |
---|
নেতৃবৃন্দ | |
---|
|
|
|
---|
| আইন | |
---|
সাধারণ আদালত |
- জেলা আদালত:
- জজ কোর্ট
- দায়রা জজ আদালত
- ম্যাজিস্ট্রেট আদালত
|
---|
বিশেষায়িত আদালত ও ট্রাইব্যুনালসমূহ | সাংবিধানিক আদালত | |
---|
প্রশাসনিক আদালত | |
---|
অর্থ আদালত | |
---|
শ্রম আদালত | |
---|
বিচার আদালত | |
---|
সামাজিক আদালত | |
---|
|
---|
|
|