সপ্তম ক্রুসেড

সপ্তম ক্রুসেড
মূল যুদ্ধ: ক্রুসেড

নবম লুই দমইয়াতে আক্রমণ করছেন।
তারিখ১২৪৮ - ১২৫৪
অবস্থান
ফলাফল মুসলিম বাহিনী জয়লাভ করে। আইয়ুবীয় রাজবংশের পতন হয়, মামলুক বংশের উত্থান ঘটে।
অধিকৃত
এলাকার
পরিবর্তন
কোনও পরিবর্তন হয়নি
বিবাদমান পক্ষ

পবিত্র রোম সাম্রাজ্য ও তার সহযোগীরা

মুসলিম

সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী
ফ্রান্সের নবম লুই
আলফোনসো
প্রথম চার্লস
প্রথম রবার্ট
গুইলামে দে সোনাক
রেনাউদ দে ভিচিয়ার্স
সালিহ আইয়ুব
শাজারাতুদ দুর
ফারিসুদ্দিন আকতাই
আইবাক
বাইবার্স[]
হতাহত ও ক্ষয়ক্ষতি
মানসুরায় আনু. ১৫০০[] ফারিসকুরে +১৫,০০০[] লুই বন্দী হন। আরও ১০০০ বন্দী ফারিসকুরে আনু. ১০০[]

সপ্তম ক্রুসেড হলো ফ্রান্সের সম্রাট নবম লুইয়ের পরিচালিত একটি ক্রুসেড বা ধর্ম যুদ্ধ, যা ১২৪৮ হতে ১২৫৪ পর্যন্ত সংঘটিত হয়। যুদ্ধে রাজা নবম লুই পরাজিত ও বন্দী হন। আইয়ুবীয় রাজবংশের শাসক মুয়াযযাম তুরানশাহের নেতৃত্বে মিশরীয় বাহিনী রাজা নবম লুইকে বন্দী করে। যুদ্ধ শেষে লুইয়ের মুক্তির জন্য ৫০,০০০ স্বর্ণমূদ্রা (ফ্রান্সের তখনকার বাৎসরিক আয়ের সমান অর্থ) মুক্তিপণ হিসাবে দেয়া হয়। এই ক্রুসেডে মিশরীয় বাহিনীকে বাহরি, মামলুক, বাইবার্স, কুতুয, আইবাক ও কুলওয়ান গোষ্ঠী সহায়তা করে।[][][]

তথ্যসূত্র

  1. Hinson, p.393
  2. Al-Maqizi, p.448/vol.1
  3. al-Maqrizi, p.455/vol.1
  4. Al-Maqrizi, p.456/vol.1
  5. Abu al-Fida
  6. Al-Maqrizi
  7. Ibn Taghri

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!