| এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত। অনুগ্রহ করে নিবন্ধটি সম্প্রসারণ করে উইকিপিডিয়াকে সাহায্য করুন। অন্যথায়, এটি অপসারণের জন্য বিবেচিত হতে পারে। |
সন্দেহজনক হেতু (ইংরেজি: Questionable cause) হলো এক প্রকার অনানুষ্ঠানিক ভুল বা অনুপপত্তি। একে অহেতুক হেতু (ইংরেজি: False cause), কারণিক অনুপপত্তি (ইংরেজি: Causal fallacy) বা নন কাউসা প্রো কাউসাল (লাতিন: non causa pro causal) নামেও অভিহিত করা হয়ে থাকে।
দুইটি বস্তু বা ঘটনার মাঝে কোন সম্পর্ক বিদ্যমান থাকলেই একটি হতে আরেকটি জাত হয় না।[১] যদি কেউ একটি হতে আরেকটি জাত বলে মনে করে তখন তা হয় অহেতুক হেতু বা ফল্স কজ।[২]
দুটি ঘটনা একইভাবে বা একইসময়ে অর্থাৎ যুগপৎ সংঘটিত হলে সেটা নেহাত দৈবঘটনা হতে পারে, নয়ত তাদের কোন সাধারণ হেতু বা উৎস থাকতে পারে।
সংশ্লিষ্ট প্রকারভেদ
- সম্পর্ক সংশ্লিষ্ট কারণ বোঝায় না [তথ্যসূত্র প্রয়োজন]
- Third-cause fallacy
- Wrong direction
- Fallacy of the single cause
- Post hoc ergo propter hoc
- প্রত্যাবৃত্তি কুযুক্তি (Regression fallacy)
- Texas sharpshooter fallacy
- ইতি টানার চেষ্টা (Jumping to conclusions)
- অনুষঙ্গ কুযুক্তি (Association fallacy)
- Reductio ad hitlerum
- Guilt by association
উদাহরণ
- বৃষ্টি হলেই আমার মাথা ব্যথা করে, তাহলে বৃষ্টির সাথে নিশ্চয়ই মাথা ব্যথার সম্পর্ক আছে। [৩]
- আপনি বিল্ডিংয়ের দিকে না যাওয়া পর্যন্ত এই লিফ্টটি নিয়ে আমাদের কখনও সমস্যা হয়নি। আপনি এলেই সমস্যা হয়। [১]
- আমি কাপড় ধুতে চাইলেই বৃষ্টি আসে।
তথ্যসূত্র
- ↑ ক খ Questionable-Cause (২০১৯-০৫-১৫)। "Questionable Cause"। www.txstate.edu (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৪।
- ↑ "Questionable Cause Examples"। www.softschools.com। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৪।
- ↑ "Questionable Cause"। logicallyfallacious.com। সংগ্রহের তারিখ ২০১৬-১১-২৩।