সত্যি বলে সত্যি কিছু নেই প্রচারণা পোস্টার
পরিচালক সৃজিত মুখোপাধ্যায় রচয়িতা সৃজিত মুখোপাধ্যায় উৎস
টুয়েলভ অ্যাংরি ম্যান
এক রুকা হুয়া ফয়সলা
শ্রেষ্ঠাংশে নিচে দেখুন সুরকার
সঙ্গীত :
অমিত চ্যাটার্জি
ব্যাকগ্রাউন্ড স্কোর :
শুভদীপ গুহ
চিত্রগ্রাহক প্রসেনজিৎ চৌধুরী সম্পাদক সংলাপ ভৌমিক প্রযোজনা কোম্পানি মুক্তি
২৩ জানুয়ারি ২০২৫ (2025-01-23 )
দেশ ভারত ভাষা বাংলা
সত্যি বলে সত্যি কিছু নেই একটি আসন্ন ২০২৫ সালের ভারতীয় বাংলা ভাষার আইনগত নাট্য চলচ্চিত্র, যা পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায় ।[ ১] এটি ১৯৮৯ সালের হিন্দি চলচ্চিত্র "এক রুকা হুয়া ফয়সলা "-র অফিসিয়াল রূপান্তর, যা নিজেই ১৯৫৭ সালে সিডনি লুমেট পরিচালিত মার্কিন চলচ্চিত্র "১২ অ্যাংরি মেন "-এর পুনর্নির্মাণ। ওই চলচ্চিত্রটি আবার ১৯৫৪ সালের রেজিনাল্ড রোজের লেখা একই নামের টেলিপ্লে থেকে অনুপ্রাণিত। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় , পরমব্রত চট্টোপাধ্যায় , ঋত্বিক চক্রবর্তী , অর্জুন চক্রবর্তী , রাহুল ব্যানার্জি , কৌশিক সেন , অনন্যা চট্টোপাধ্যায় , সৌরসেনী মৈত্র , অনির্বাণ চক্রবর্তী , কাঞ্চন মল্লিক , ফাল্গুনী চট্টোপাধ্যায় এবং সুহত্র মুখোপাধ্যায় ।[ ২] [ ৩]
এই চলচ্চিত্রটির নামকরণ করা হয়েছে গান "এই শ্রাবণ" থেকে নেওয়া একটি লাইন "আসলে সত্যি বলে সত্যি কিছু নেই"-এর ওপর ভিত্তি করে। গানটি ২০১১ সালে মুক্তি পাওয়া সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত চলচ্চিত্র "বাইশে শ্রাবণ "-এর, যা লিখেছেন এবং সুর করেছেন অনুপম রায় ।[ ৪]
পটভূমি
অভিনয়শিল্পী
মুক্তি
চলচ্চিত্রটি ২০২৫ সালের ২৩শে জানুয়ারি পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
তথ্যসূত্র
বহিঃসংযোগ