শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ

শ্রীচৈতন্য গৌড়ীয় মঠ (SHCHGM) একটি আন্তর্জাতিক হিন্দু গৌড়ীয় বৈষ্ণব সংগঠন।যা ১৯৫৩ সালে শ্রীল ভক্তি দ্বৈত মাধব গোস্বামী (১৯০৪-১৯৭৯) দ্বারা প্রতিষ্ঠিত (বেসরকারীভাবে ১৯৪০ সালে)। তিনি ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এর শিষ্য়‌। এটি কলকাতায় অবস্থিত। শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের আসাম ও পাঞ্জাবসহ ভারতে প্রায় ২৪ টি মঠ রয়েছে। একটি মাসিক পত্রিকা চৈতন্য বাণী প্রকাশ করে।বর্তমানে এর নেতৃত্বে আছেন আচার্য ভক্তি বল্ল‌ভ তীর্থ। রাশিয়ার মস্কোতে ১৯৯৯ সালে এর একটি আশ্রম খোলা হয়েছে।[][]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Sree Chaitanya Gaudiya Math"www.sreecgmath.org। ২০১৯-০৪-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-১৪ 
  2. রাশিয়ার আধুনিক ধর্মীয় জীবন টি ৩। ২০০৫। পৃষ্ঠা ৩৫৯। 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!