শেখ ফজলে ফাহিম

শেখ ফজলে ফাহিম
জন্ম
জাতীয়তাবাংলাদেশি
শিক্ষাসেন্ট অ্যাডওয়ার্ডস বিশ্ববিদ্যালয়
মাতৃশিক্ষায়তনহার্ভার্ড বিশ্ববিদ্যালয়
পেশাব্যবসায়ী
প্রতিষ্ঠানসাবেক সভাপতি, দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি
পরিচিতির কারণব্যবসায়ী প্রতিনিধি
মেয়াদ২০১৯-২০২১
পূর্বসূরীশরিফুল ইসলাম মহিউদ্দিন
উত্তরসূরীমোঃ জসিম উদ্দিন
পিতা-মাতা
আত্মীয়শেখ ফজলুল হক মনি (চাচা) শেখ ফজলে নূর তাপস (চাচাতো ভাই)

শেখ ফজলে ফাহিম হলেন একজন বাংলাদেশি ব্যবসায়িক প্রতিনিধি। তিনি দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা এফবিসিসিআই-এর সাবেক সভাপতি৷[] এবং এই প্রতিষ্ঠানের তিনি ২২তম সভাপতি৷[][][]

প্রাথমিক জীবন ও শিক্ষা

ফাহিম বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ছেলে। তিনি সেন্ট এডওয়ার্ডস বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং স্নাতক প্রোগ্রামের অংশ হিসাবে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যোগ দেন।[]

ব্যক্তিগত জীবন

শেখ ফাহিম ন্যান্সি জাহারা বিনত মুসাকে বিয়ে করেছেন, মুসা বিন শমসের এর কন্যা, যার সাথে তার তিনটি সন্তান রয়েছে, শেখ জাহারাত মানহা, শেখ ফারদান ইয়াভান্দ এবং শেখ ফারজাদ জাইদান।

কর্মজীবন

শেখ ফাহিম বর্তমানে অবসিডিয়ান বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ইউরো পেট্রো প্রোডাক্ট লিমিটেডের চেয়ারম্যানও। এর আগে তিনি এডওয়ার্ড জোন্স ইনভেস্টমেন্টস, একটি বৈশ্বিক আর্থিক সংস্থায় আর্থিক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।[] তিনি এফবিসিসিআইয়ের ২০১৭-২০১৯ মেয়াদের জন্য নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি ছিলেন। এর আগে তিনি ২০১৫-২০১৭ মেয়াদে এফবিসিসিআই-এর নির্বাচিত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।তিনি কনফেডারেশন অফ এশিয়া প্যাসিফিক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কো-অপারেশন (সার্ক) চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন দক্ষিণ এশিয়ার আটটি দেশের বেসরকারি খাতের (SCCI)। তিনি এখন আইওআরবিএফ এবং ডি-৮ অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন এর চেয়ারম্যান।

এওয়ার্ড সমূহ

  • ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন কর্তৃক সার্টিফিকেট অব মেরিট
  • গ্লোবাল ট্রেড লিডারস ক্লাব কর্তৃক আন্তর্জাতিক নির্মাণ ব্যবসা পুরস্কার- ভূষিত হন ।[]

তথ্যসূত্র

  1. "Sheikh Fazle Fahim new FBCCI president"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৪-২৯। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২১ 
  2. "Sheikh Fazle Fahim-led panel takes charge of FBCCI"ঢাকা ট্রিবিউন। ২০১৯-০৫-১৯। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২১ 
  3. "FBCCI new president takes charge"FBCCI new president takes charge | theindependentbd.com। ২০১৯-০৫-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২১ 
  4. risingbd.com। "Sheikh Fazle Fahim new president of FBCCI"risingbd.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৪ 
  5. "Sheikh Fazle Fahim elected FBCCI president"দৈনিক প্রথম আলো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২১ 
  6. https://bdnews24.com/business/2019/04/29/sheikh-fazle-fahim-named-fbcci-president-after-unopposed-election
  7. https://web.archive.org/web/20190624051529if_/https://www.thepages.com.bd/2019/05/05/sheikh-fazle-fahim-successful-enterpreneur-and-communinty-leader-by-tauhidul-islam-apu/

বহিঃ সংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!