শেখ জায়েদ মসজিদ (আরবি: مَسْجِد ٱلشَّيْخ زَايِد فِي ٱلْفُجَيْرَة, প্রতিবর্ণীকৃত: Masjid Ash-Shaykh Zāyid fil-Fujayrah), যা শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ নামে পরিচিত। এটি ফুজাইরাহ আমিরাতের প্রধান মসজিদ[৪] এবং আবুধাবিতে একই নামের অন্য মসজিদটির পরেই সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় বৃহত্তম মসজিদ এটি।[১][২]
ইতিহাস
২০১৫ সালে মসজিদটি চালু হয় এবং ফুজাইরাহের শাসক শেখ হামাদ বিন মোহাম্মদ আল শারকি প্রথম ঈদের নামাজের পড়ান। [১][২]
ভূগোল
মসজিদটি কেন্দ্রীয় ফুজাইরাহ শহরের মোহাম্মদ বিন মাটার সড়কে অবস্থিত।[১]
গঠন
ইস্তাম্বুলের নীল মসজিদের[১][২] মতই এটি বৃহত্তম সাদা মসজিদ[৪]। শহরের কেন্দ্রস্থলের অনেক জায়গা থেকে মসজিদটিকে দেখা যায়।[৫] এখানে প্রায় ২৮,০০০ জন নামাজ পড়তে পারে এবং এটির আয়তন ৩৯,০০০ বর্গমিটার(৩.৯ হেক্টর; ৯.৬ একর)। মসজিদে ৮০ থেকে ১০০ মিটার (২৬০ এবং ৩৩০ ফুট) উচ্চতাবিশিষ্ট ৬৫ গম্বুজ এবং ছয়টি মিনার রয়েছে। ঝর্ণা ও উদ্যানসহ মসজিদের উঠোনে ১৪,০০০ জন লোক নামাজ পড়তে পারে।
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ