এই নিবন্ধটিতে স্বপ্রকাশিত উৎসের অনুপযুক্ত তথ্যসূত্র থাকতে পারে। যেখানে তথ্যসূত্রসমূহ অনুপযুক্তভাবে ব্যবহৃত হয়েছে সেখানের অনির্ভরযোগ্য উৎসের তথ্যসূত্রসমূহ মুছে ফেলার মাধ্যমে দয়া করে এটিকে উন্নত করতে সাহায্য করুন।(জুলাই ২০২০)
শিক্ষক ডট কমবাংলা ভাষায় সম্পূর্ণ স্বেচ্ছাসেবার ভিত্তিতে পরিচালিত মুক্ত জ্ঞানের প্রকাশ ও বিকাশের জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম। [২]বাংলাদেশ ও ভারতের প্রত্যন্ত অঞ্চলের ও পিছিয়ে পড়া বাংলা ভাষাভাষী শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বাংলা ভাষায় ভালো মানের কোর্স পৌঁছে দেয়ার লক্ষ্যে এটি ২০১২ সালের আগস্ট মাসে যাত্রা শুরু করে।[৩]
ইতিহাস
২০১২ সালে অধ্যাপক রাগিব হাসানের হাত ধরে এটি যাত্রা শুরু করে। এর প্রথম কোর্স ছিল কম্পিউটার নিরাপত্তার ওপরে।[৪] বাংলা ভাষায় প্রথম শিক্ষা বিষয়ক পূর্নাঙ্গ ওয়েবসাইট এটি।[৫] প্রতিষ্ঠার প্রথম ১৪ মাসেই এর লেকচারগুলো প্রায় ২২ লাখ বার দেখা হয়[৬] এবং প্রথম দুই বছরে এর লেকচারগুলো দেখা হয় মোট ৪২ লাখ বার।[৭] বাংলা ভাষায় প্রথম শিক্ষা বিষয়ক পূর্নাঙ্গ ওয়েবসাইট এটি।[৫]
পুরস্কার ও সম্মাননা
শিক্ষক ২০১৩ গুগল রাইজ এওয়ার্ড, ইনফরমেশন সোসাইটি ইনোভেশন ফান্ড অ্যাওয়ার্ড, দ্য বব্স ইউজার এওয়ার্ড এবং ২০১৪ সালে ইন্টারনেট সোসাইটি (ISOC) কমিউনিটি গ্রান্ট লাভ করে।[৬]
কোর্সসমুহ
বর্তমানে এখানে ১১টি ক্যাটেগরিতে মোট ৬৫ টি বিষয়ের উপরে কোর্স রয়েছে। যার মদ্ধে সম্পূর্ণ কোর্স রয়েছে ২৭ টি।[৮] প্রতিটি কোর্সের সঙ্গেই রয়েছে ভিডিও টিউটোরিয়াল।[৯]
↑"আমাদের কথা"। শিক্ষক ডট কম। ১৮ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮-০১-২০১৭।এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)