শারদা পৌরসভা (নেপালি: शारदा नगरपालिका) নেপালের পশ্চিমাঞ্চলীয় উন্নয়ন অঞ্চলের রাপ্তী অঞ্চলের সল্যান জেলায় অবস্থিত একটি পৌরসভা। ১৮ ই মে, ২০১৪ সালে সাতটি গ্রাম উন্নয়ন সমিতি নিয়ে এই পৌরসভাটি গঠিত হয়। সমিতিগুলো হলো ডাঁডাগাউঁ, হিবল্চা, কজেরী, খলঙ্গা, মার্কে, সৈজুবাল টাকুরা এবং স্যানীখেল। [১] [২]
১৯৯১ সালে নেপালের জনশুমারি অনুসারে এর জনসংখ্যা ছিল ৬,৩৯০ জন। ২০১১ সালের সর্বশেষ জনশুমারি অনুসারে জনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩,৭৩০ জন।
তথ্যসূত্র