শহীদুল্লাহ শহীদ নামে পরিচিত শেখ মকবুল ছিলেন একজন পাকিস্তানি মুসলিম জঙ্গি। তিনি তেহরিক-ই-তালেবান পাকিস্তান এবং আফগানিস্তান ও পাকিস্তানে ইসলামিক স্টেটের প্রাদেশিক প্রধানের দায়িত্ব পালন করেছিলেন।
ইতিহাস
তেহরিক-ই-তালিবান পাকিস্তান
২০০৬ সালে এই দলটি গঠিত হওয়ার পর থেকে শহীদ পাকিস্তানি তালেবানের শীর্ষ মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন।
ইসলামিক স্টেট
২০১৪ সালের ২১ অক্টোবর আবু বকর আল-বাগদাদি এবং ইসলামিক স্টেটের প্রতি আনুগত্যের অঙ্গীকারের জন্য পাকিস্তানি তালেবানরা তাকে বরখাস্ত করে, যেখানে তিনি এক সপ্তাহ আগে যোগদান করেছিলেন।[১][২]
মৃত্যু
২০১৫ সালের ৯ জুলাই আফগানিস্তানের নঙ্গরহার প্রদেশের দিহ বালা জেলায় আমেরিকান বিমান হামলায় তিনি নিহত হন। পাকিস্তানের ওরাকজাই উপজাতি অঞ্চলের জঙ্গি কমান্ডার গুল জামানও এই ধর্মঘটে নিহত হয়েছিলেন।[৩][৪][৫][৬][৭]
তথ্যসূত্র