শরীয়তপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের একটি পলিটেকনিক ইনস্টিটিউট। [১]
অবস্থান
ঢাকা থেকে মাত্র ৭০ কি.মি দক্ষিণে শরীয়তপুর জেলার পালং থানাধীন রুদ্রকর ইউনিয়নের বুড়িরহাটে খুলনা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এর অবস্থান।
যোগাযোগ ব্যবস্থা
বাংলাদেশের যে কোন জেলা থেকে বাস সার্ভিসে শরীয়তপুর শহরে এসে বাস বা অটোরিক্সা যোগে বুড়িরহাট।
ইতিহাস
অত্র প্রতিষ্ঠানটি ২০০১ সালে ২.০২ একর জমির উপর প্রতিষ্ঠিত হয়। ২০০৫ সালে ৪৬ জন শিক্ষার্থী নিয়ে ইলেক্ট্রনিক্স বিভাগে এর প্রথম ক্লাস শুরু হয়। ধাপে ধাপে এতে কম্পিউটার, টেলিকমিউনিকেশন, এবং ইনস্ট্রুমেন্টেশন এ্যান্ড প্রসেস কন্ট্রোল টেকনোলজি যুক্ত হয়। প্রথম ভারপ্রাপ্ত অধ্যক্ষ মীর মোস্তাক মাহমুদ এবং ১২ জন তরুন মেধাবী শিক্ষকদের পদচারনায় যাত্রা শুরু হয় এই প্রতিষ্ঠানটির।
ক্যাম্পাস
ক্যাম্পাসটি প্রায় ২.০২ একর জায়গার উপরে প্রতিষ্ঠিত। আরো ৮.২৪ একর জমি অধিগ্রহণ করে নতুন একাডেমিক ভবন করার পরিকল্পনা আছে।
- অবকাঠামো-সমূহ
- প্রশাসনিক ভবন - ১ টি (পাঁচ তলা)
- একাডেমিক ভবন -১ টি (পাঁচ তলা)
- ওয়ার্কশপ ভবন -২ টি (দুই তলা)
- অধ্যক্ষের বাসভবন -১ টি (দুই তলা)
- স্টাফ কোয়ার্টার - ১ টি (দুই তলা)
- পাম্প- হাউজ - ১ টি
- সাব-স্টেশন - ১ টি
- সাইকেল গ্যারেজ - ১ টি
- টেকনোলজি সমূহ
- ইলেকট্রিক্যাল (২য় তলা)
- ইলেকট্রনিক্স (৪র্থ তলা)
- কম্পিউটার (৩য় তলা)
- টেলিকমিউনিকেশন (৫ম তলা)
- ল্যাব সমূহ
- ইলেকট্রনিক্স ল্যাব- ২ টি
- কম্পিউটার ল্যাব- ৪ টি
- ইলেকট্রিক্যাল ল্যাব ২ টি
- টেলিকমিউনিকেশন ল্যাব- ১ টি
- বেসিক ল্যাব- ১ টি
- ফিজিক্স ল্যাব- ১ টি
- ক্যামিস্ট্রি ল্যাব- ১ টি
- ড্রয়িং ল্যাব- ১ টি
- অন্যান্য
- পাঠাগার
- অডিটরিয়াম
- প্রার্থনালয়
ভর্তি-কার্যক্রম
বাংলাদেশ শিক্ষা মন্ত্রনালয়ের অধীনে বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর-এর আওতায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে একযোগে সারা বাংলাদেশের সরকারী ও বেসরকারী পলিটেকনিক সমূহে ভর্তি আহবান করে থাকে। সাধারনত এস.এস.সি পরীক্ষার রেজাল্ট প্রকাশের পনের দিন থেকে এক মাসের মধ্যেই বোর্ডের নিজস্ব ওয়েভ সাইটের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করে থাকে। এস.এস.সি পরীক্ষায় উত্তৃর্ণ যে কোন বিভাগের শিক্ষার্থীগন নূন্যতম জিপিএ-৩.৫০ পেলেই অাবেদনের যোগ্য বলে বিবেচিত।
বিভাগ সমূহ
ছাত্রাবাস
বাংলাদেশের বিভিন্ন জেলার ছাত্রছাত্রী এই প্রতিষ্ঠানে পড়াশোনা করে। কিন্তু কোন ছাত্রাবাস নেই। তবে নতুন করে ৮.০২ একর জমি অধিগ্রহণের মাধ্যমে ছাত্রাবাস নির্মাণের পরিকল্পনা আছে।এবং ইনস্টিটিউট এর আশে পাশে প্রচুর ছাত্রাবাস আছে।যেখানে বাইরে থেকে আগত ছাত্ররা থাকতে পারবে।
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল
- রোভার ইউনিট, শরীয়তপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট
তথ্যসূত্র
https://www.facebook.com/groups/1377161122529737/?ref=share
বহিঃসংযোগ