শরতের জবা ২০২৪ সালের একটি বাংলা ভাষার বাংলাদেশী মনস্তাত্ত্বিক থ্রিলার চলচ্চিত্র। পরিচালনার পাশাপাশি কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন কুসুম শিকদার।[১][২]ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও পহড়ডাঙ্গা পিকচার্সের ব্যানারে কুসুম শিকদার ও ফরিদুর রেজা সাগর যৌথভাবে প্রযোজনা করেছেন।[৩][৪] প্রধান চরিত্রে অভিনয় করেছেন কুসুম শিকদার ও ইয়াশ রোহান। যা ১১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[৫][৬][৭]
খয়ের খন্দকারের চিত্রগ্রহণে[৮] মাহফুজুল হক আশিক সম্পাদনা করেছেন। সঙ্গীত পরিচালনা করেছেন খৈয়াম সানু সন্ধি। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চলচ্চিত্রটি বিতরণ করেন ।
২০১৬ সালে শঙ্খচিল সিনেমায় পর এই চলচ্চিত্রের মাধ্যমে প্রায় আট বছর পর বড় পর্দায় ফিরেন কুসুম শিকদার।[৯] ২০১৭ সালে প্রকাশিত কুসুমের লেখা ‘অজাগতিক ছায়া’ গল্পগ্রন্থ থেকে 'শরতের জবা' গল্পটি এক নারীর রহস্যময় জীবন নিয়ে রচিত।[১০][১১] অতৃপ্ত প্রেম, আঘাত, ও অপ্রত্যাশিত মৃত্যুতে জড়ানো এই গল্পটি ভৌতিক ঘরানার। কুসুম সেই গল্পকে চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় নিয়ে এসেছেন।[১২] এটি তার পরিচালিত প্রথম চলচ্চিত্র।[১৩][১৪][১৫]
২০২৪ সালের ২০ সেপ্টেম্বর টিজার প্রকাশ করা হয়[১৬] এবং ১১ই অক্টোবর চলচ্চিত্রটি দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টার প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[১৭] চলচ্চিত্রটি ওটিটি প্লাটফর্ম আই স্ক্রিনে মুক্তি দেওয়া কথা আছে।[৪]