শতাব্দীর সেরা অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড দল একটি তত্ত্বগত ও কাল্পনিক ক্রিকেট দল। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড কর্তৃক ২০০০ সালে বিংশ শতাব্দীর অস্ট্রেলীয় ক্রিকেটারদেরকে ঘিরে সেরা দল গঠন করা হয়েছিল।[১]
দলের সদস্য
- বিল পন্সফোর্ড
- আর্থার মরিস
- ডোনাল্ড ব্র্যাডম্যান (অধিনায়ক)
- গ্রেগ চ্যাপেল
- নীল হার্ভে
- কিথ মিলার (সহঃ অধিনায়ক)
- ইয়ান হিলি (উইকেট-কিপার)
- রে লিন্ডওয়াল
- শেন ওয়ার্ন
- ডেনিস লিলি
- বিল ও’রিলি
- অ্যালান বর্ডার (দ্বাদশ ব্যক্তি)
তথ্যসূত্র