লেনস্টার ফুটবল অ্যাসোসিয়েশন

লেনস্টার ফুটবল অ্যাসোসিয়েশন
প্রতিষ্ঠিত১৮৯২; ১৩২ বছর আগে (1892)
সদর দপ্তরডাবলিন, আয়ারল্যান্ড
সভাপতিপ্রজাতন্ত্রী আয়ারল্যান্ড জিম মরলি
সহ-সভাপতিপ্রজাতন্ত্রী আয়ারল্যান্ড টনি মার্টিন
ওয়েবসাইটwww.leinsterfa.ie

লেনস্টার ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: Leinster Football Association; এছাড়াও সংক্ষেপে এলএফএ নামে পরিচিত) হচ্ছে আয়ারল্যান্ডের লেনস্টার ভিত্তিক একটি ফুটবল সংস্থা। এই সংস্থাটি ১৮৯২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি বর্তমানে আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে সংযুক্ত রয়েছে। পূর্বে এটি মূলত বেলফাস্ট ভিত্তিক সংস্থা আইরিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে সংযুক্ত ছিল, তবে আয়ারল্যান্ড বিভক্তির কারণে ১৯২১ সালে সংস্থাটি তা ত্যাগ করে ডাবলিন ভিত্তিক আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে সংযুক্ত হয়। এটি আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে নিবিড়ভাবে জড়িত এবং এমনকি তারা একই সদর দপ্তর ভাগাভাগি করে থাকে। এই সংস্থার সদর দপ্তর আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে অবস্থিত।

এই সংস্থাটি লেনস্টার জ্যেষ্ঠ কাপ, লেনস্টার জ্যেষ্ঠ লীগের মতো প্রতিযোগিতার পাশাপাশি বেশ কয়েকটি কনিষ্ঠ এবং যুব দলের লীগ এবং কাপ প্রতিযোগিতার কার্যক্রম নিয়ন্ত্রণ করে। বর্তমানে লেনস্টার ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন জিম মরলি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন পিটার ডয়েল।

কর্মকর্তা

৩ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থান নাম
সভাপতি জিম মরলি
সহ-সভাপতি টনি মার্টিন
সাধারণ সম্পাদক পিটার ডয়েল
সম্মানিত সম্পাদক ডিক রেডমন্ড
সম্মানিত কোষাধ্যক্ষ ডেভিড হার্স্ট
সহকারী কোষাধ্যক্ষ রিচার্ড কেনেডি
নির্বাহী সদস্য গেরি গোরম্যান

তথ্যসূত্র

  1. "Leinster Football Association Committees"leinsterfa.ie। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২০ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!