লে মিজেরাবল (১৯৫২-এর চলচ্চিত্র)

লে মিজেরাবল
Les Misérables
পরিচালকলুইস মাইলস্টোন
প্রযোজকফ্রেড কোলমার
চিত্রনাট্যকাররিচার্ড মার্ফি
উৎসভিক্টর হুগো কর্তৃক 
লে মিজেরাবল
শ্রেষ্ঠাংশে
সুরকারআলেক্স নর্থ
চিত্রগ্রাহকজোসেফ লাশেল
সম্পাদকহিউ এস. ফোলার
পরিবেশকটুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স
মুক্তি
  • ১৪ আগস্ট ১৯৫২ (1952-08-14)
স্থিতিকাল১০৫ মিনিট
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
আয়$১.১ মিলিয়ন[]
ম্যঁসিয়ে ম্যাডেলিনের ভূমিকায় জিন ভালজিয়ান। গুস্তাভ ব্রায়নের চিত্রণ।

লে মিজেরাবল (ইংরেজি: Les Misérables) হল লুইস মাইলস্টোন পরিচালিত ১৯৫২ সালের মার্কিন নাট্য চলচ্চিত্র। ভিক্টর হুগোর একই নামের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা করেন রিচার্ড মার্ফি। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন মাইকেল রেনি, রবার্ট নিউটন, সিলিভিয়া সিডনিএডমুন্ড গোয়েন[]

কুশীলব

  • মাইকেল রেনি - জঁ ভালজাঁ
  • ডেব্রা পেজেট - কোসেত
    • প্যাটসি ওয়েল - কিশোরী কোসেত
  • রবার্ট নিউটন - জাভের
  • এডমুন্ড গোয়েন - বিশপ ম্যুরিয়েল
  • সিলিভিয়া সিডনি - ফঁতিন
  • ক্যামেরন মিচেল - মারিয়ুস
  • এলসা ল্যাঙ্কেস্টার - মাদাম মাগ্লোয়ার
  • জুন হিলম্যান - মাদার সুপিরিয়র
  • ববি হায়াট - গাভ্রোশ
  • জেমস রবার্টসন জাস্টিস - রবের
  • জোসেফ ওয়াইজম্যান - জেনফ্লো
  • রাইস উইলিয়ামস - ব্রেভে
  • ফ্লোরেন্স বেটস - মাদাম বোনে
  • মেরি অ্যান্ডারস - সিসেলি
  • জন রজার্স - বোনে
  • চার্লস কিন - করপোরাল
  • জন ডিয়ের্কস - বসুন
  • লুইস রাসেল - ওয়েটার

তথ্যসূত্র

  1. "Top Box-Office Hits of 1952", ম্যাগাজিন, ৭ জানুয়ারি ১৯৫৩।
  2. "Les Miserables (1952)"টার্নার ক্লাসিক মুভিজ। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৮ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!