লুনা ১ ট্র্যাকিং ট্রান্সমিটার ও টেলিমেট্রিক (দূরমাপন) সিস্টেম সংবলিত রেডিও যন্ত্রপাতি বহন করেছিল। চাঁদ এবং আন্তঃগ্রহ মহাশূন্যে গবেষণার জন্য ম্যাগনেটোমিটার, গাইগার কাউন্টার, সাইনটিলেশন কাউন্টার, মাইক্রোমেটেওরাইট ডিটেক্টর সাথে নিয়েছিল।
ভুল হিসেব
লুনা ১ এর চাঁদে অবতরণের কথা ছিল। কিন্তু, কোনোভাবে ভূমিতে কন্ট্রোল সিস্টেমের যান্ত্রিক গোলযোগে প্রোবটি তার লক্ষ্যবস্তু (চাঁদ) থেকে বিচ্যুত হয় ৫৯০০কিলোমিটার। এরপরো এটা সত্য যে আমাদের মহাবিশ্বকে বুঝতে লুনা ১ গুরুত্ববহ তথ্য সংগ্রহ করে। [৪]
তথ্যসূত্র