লুনা ই-১ নং. ৩ |
---|
|
অভিযানের ধরন | লুনার ইম্পেক্টর |
---|
অভিযানের সময়কাল | কক্ষপথে পৌঁছতে ব্যর্থ |
---|
|
|
|
মহাকাশযানের ধরন | ওয়াইই-৬ |
---|
প্রস্তুতকারক | পরীক্ষামূলক নকশা ব্যুরো (ওকেবি-১) |
---|
উৎক্ষেপণ ভর | ৩৬১ কিলোগ্রাম (৭৯৬ পা) |
---|
|
|
|
উৎক্ষেপণ তারিখ | ৪ ডিসেম্বর ১৯৫৮ (1958-12-04) |
---|
উৎক্ষেপণ রকেট | লুনা ৮কে৭২ (নং বি১-৫) |
---|
উৎক্ষেপণ স্থান | বাইকোনুর, সাইট ১/৫ |
---|
|
----
|
লুনা ই-১ নং. ৩,[১] কখনও কখনও নাসা কর্তৃক লুনা ১৯৫৮সি হিসাবে চিহ্নিত করা হয়,[২] হলো লুনা কর্মসূচির অংশ হিসাবে ১৯৫৮ সালে মহাশূণ্যে প্রেরণ করা একটি সোভিয়েত মহাকাশযান। উৎক্ষেপণ ব্যর্থতায় হারিয়ে যাওয়ায় এটি এর উৎক্ষেপণ উদ্দেশ্যকে পূরণ করতে ব্যর্থ হয়। এটি ছিলো চারটি ই-১ অভিযানের মধ্যে তৃতীয় উৎক্ষেপণ করাটি;[৩] যার প্রতিটিই উৎক্ষেপণের উদ্দেশ্য পূরণে ব্যর্থ। এটিকে চাঁদের পৃষ্ঠকে প্রভাবিত করার উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছিল যেটি এই উদ্দেশ্য পূরণ করতে পারলে চন্দ্র পৃষ্ঠে পৌঁছানো প্রথম মানবসৃষ্ট বস্তু হয়ে ওঠার সুযোগ ছিলো।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
|
---|
ইম্পেক্টরস্ | |
---|
ফ্লাইবাই | |
---|
ল্যান্ডার | |
---|
অরবিটার | |
---|
সেম্পল রিটার্ন | |
---|
রোভার | |
---|
টেমপ্লেট:Orbital launches in 1958