লুকা রোমেরো|
জন্ম |
(2004-11-18) ১৮ নভেম্বর ২০০৪ (বয়স ২০)[১] |
---|
জন্ম স্থান |
দুরাঙ্গো সিটি, মেক্সিকো |
---|
উচ্চতা |
১.৬৯ মিটার (৫ ফুট ৬+১⁄২ ইঞ্চি)[২] |
---|
মাঠে অবস্থান |
মধ্যমাঠের খেলোয়াড় |
---|
|
বর্তমান দল |
এসি মিলান |
---|
জার্সি নম্বর |
১৮ |
---|
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:৫৬, ৮ মে ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
লুকা রোমেরো (স্পেনীয়: Luka Romero, স্পেনীয় উচ্চারণ: [lˈuka ɾomˈeɾo]; জন্ম: ১৮ নভেম্বর ২০০৪) হলেন একজন মেক্সিকীয়-আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়।[৩] তিনি বর্তমানে ইতালীয় ক্লাব এসি মিলান এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৯ সালে, রোমেরো আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আর্জেন্টিনার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।
প্রারম্ভিক জীবন
লুকা রোমেরো ২০০৪ সালের ১৮ই নভেম্বর তারিখে মেক্সিকোর দুরাঙ্গো সিটিতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[৪]
আন্তর্জাতিক ফুটবল
রোমেরো আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৫, আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ এবং আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলার মাধ্যমে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছেন। ২০১৯ সালে তিনি আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় চার বছরে ৮ ম্যাচে অংশগ্রহণ করে ২টি গোল করেছেন।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
উইকিমিডিয়া কমন্সে
লুকা রোমেরো সংক্রান্ত মিডিয়া রয়েছে।