* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৮ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৬ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।
নেতো ২০০৯ সালের লুসোফনি গেমসেপর্তুগাল অনূর্ধ্ব-২১ দলের সদস্য হিসেবে খেলেন। তিনি উক্ত বছরের লুসোফনি গেমসের সকল ম্যাচ খেলেন, এবং রৌপ্য পসক জয়লাভ করতে সক্ষম হন।
২০১২ সালের ৪ঠা অক্টোবর তারিখে, নেতো ২০১৪ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে রাশিয়া এবং উত্তর আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের জন্য সর্বপ্রথম জাতীয় দলে ডাক পান।[২] তিনি পরের বছরের ৬ই ফেব্রুয়ারি তারিখে, জাতীয় দলের অভিষেক করেন, যদিও উকে ম্যাচে তারা ইকুএদরেরবিরুদ্ধে ২–৩ গোলে হেরে যায়।[৩]
২০১৪ সালের ১৯শে মে তারিখে, ব্রাজিলে অনুষ্ঠিত টুর্নামেন্টের জন্য ২৩ সদস্যের পর্তুগাল দলে ডাক পান।[৪] কিন্তু তিনি দলের হয়ে একটি ম্যাচও খেলার সুযোগ পান, যেখানে তার দল গ্রুপ পর্ব হতেই বাদ যায়। তিনি ম্যানেজার ফের্নান্দো সান্তোস দ্বারা ২০১৭ ফিফা কনফেডারেশন্স কাপের জন্য পর্তুগাল দলে অন্তর্ভুক্ত হন।[৫] ২রা জুলাই তারিখে, তিনি মেক্সিকোর বিরুদ্ধে একটি ম্যাচে দলের হয়ে খেলেন, যেখানে তিনি একটি আত্মঘাতী গোল করেন। উক্ত প্রতিযোগিতায় তারা ৩য় স্থান অধিকার করে।[৬]