লিলি চক্রবর্তী (কবি)

লিলি চক্রবর্তী
জন্ম (1972-01-15) ১৫ জানুয়ারি ১৯৭২ (বয়স ৫২)
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
ধরনগজল, শাস্ত্রীয় সঙ্গীত
পেশাসুরকার, গায়ক, বাঙালি কবি
বাদ্যযন্ত্রহারমোনিয়াম, গিটার, পিয়ানো
লেবেলক্যাট মিউজিক
ওয়েবসাইটlilychakraborty.com

লিলি চক্রবর্তী, (জন্ম ১৫ জানুয়ারি, ১৯৭২) একজন ভারতীয় গজল গায়িকা, বাঙ্গালী কবি এবং সুরকার।[] তার রচনাগুলির মধ্যে রয়েছে ছোট গল্প গুচ্ছ (২০০৯) এবং কবি একাকিত্ব (২০০৯) এবং ছন্দে কাব্য (২০১০)। ২০০৯ সালে, তার অ্যালবাম, জানলে-এ-দিল, ভারতের প্রথম ডিজিটাল ভাবে প্রকাশ হওয়া অ্যালবাম।

পুরস্কার

  • সঙ্গীত একাডেমী পুরস্কার
  • কালাকার পুরস্কার

গানের অ্যালবাম

  • জানলে-এ-দিল ২০০৯
  • লাইভ ইন কনসার্ট ২০১০
  • ট্রিবুট টু জগজিৎ সিংহ ২০১২
  • হালচাল ২০১৩[]

লিলি চক্রবর্তীর রচিত গ্রন্থাবলি

  • একাকিত্ব (২০০৯)
  • ভাবনা (২০১১)
  • গল্প গুচছ (২০০৯)
  • প্রেম (২০১০)
  • ছন্দে কাব্য (২০১০)
  • গুচছ কবিতা (২০১১)[]

পাদটীকা

  1. "artist Lily Chakraborty songs"gaana.com। ২০১৭-০৩-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৯-০৬ 
  2. "Album Hulchul-Single"apple.com। সংগ্রহের তারিখ ২০১৫-০৯-০৬ 
  3. "Books by Lily Chakraborty"amazon.com। সংগ্রহের তারিখ ২০১৫-০৯-০৬ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!