লিনউড ইসলামিক সেন্টার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের লিনউডে অবস্থিত একটি মসজিদ। ২০১৮ সালের শুরুর দিকে মসজিদ উদ্বোধন করা হয়েছিল পূর্বে এটি সাবেক গির্জা ছিল বলে জানা যায়। ক্রাইস্টচার্চে উন্মুক্ত করা এটি ছিল দ্বিতীয় মসজিদ।
২০১৯ সালের ১৫ই মার্চ তারিখে, এটি ক্রাইস্টচার্চ মসজিদ হামলায় জড়িত ২টি মসজিদের একটি ছিল। লিনউড এভিনিউ মসজিদে ৭জন নিহত হন এবং বাকীরা গুরুতরভাবে আহত হন।[৩][৪]
তথ্যসূত্র