লিন লেমে |
---|
২০০৯ সালে লিন লেমে |
জন্ম | (1961-12-01) ১ ডিসেম্বর ১৯৬১ (বয়স ৬৩)
|
---|
অন্যান্য নাম | লিন লামে, লিন লিমে |
---|
উচ্চতা | ৫ ফুট ১০ ইঞ্চি (১.৭৮ মিটার)[১] |
---|
লিন লেমে (জন্ম: টাকোমা, ওয়াশিংটনে) [১] একজন মার্কিন পর্নোগ্রাফিক অভিনেত্রী। [২] এছাড়াও তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের একজন বিশিষ্ট নৃত্যশিল্পী ছিলেন। [৩] ২০০৬ সালের শরত্কালে তিনি প্রাপ্তবয়স্ক প্রযোজনা সংস্থা লেমেজিং পিকচার্স প্রতিষ্ঠা করেন। [৪]
তথ্যসূত্র
বহিঃসংযোগ