লি রি-ইয়ং (কোরীয়: 이리영; জন্ম: ১১ আগস্ট ২০০০) হলেন একজন দক্ষিণ কোরীয় সমলয় সাঁতারু, যিনি দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন।[২]
রি-ইয়ং দক্ষিণ কোরিয়ার হয়ে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
লি রি-ইয়ং ২০০০ সালের ১১ই আগস্ট তারিখে দক্ষিণ কোরিয়ার বুসানে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
খেলোয়াড়ি জীবন
রি-ইয়ং দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে শুধুমাত্র একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[২]
তিনি হুর ইউন-সোর সাথে দক্ষিণ কোরিয়ার দ্বৈত হিসেবে মহিলাদের দ্বৈত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন;[১] প্রতিযোগিতাটিতে তারা সর্বমোট ৪৫৫.৩১৬৭ পয়েন্ট অর্জন করে ১৩তম স্থান অধিকার করেছেন; যেখানে টেকনিকাল এবং ফ্রি রুটিনে তারা যথাক্রমে ২২৭.৫৬৬৭ এবং ২২৭.৭৫০০ পয়েন্ট পেয়েছিলেন।[৩]
তথ্যসূত্র
বহিঃসংযোগ