লালন মেলা কুষ্টিয়া জেলার একটি ঐতিহ্যবাহী মেলা।[১] এই লালন মেলায় সারা দেশ থেকে তার শিষ্যদের আগমন ঘটে।[২] এছাড়াও দেশ বিদেশ থেকেও অনেক দর্শনার্থীর আগমন ঘটে।[৩]
আকর্ষণ
এই লালন মেলায় সারা দেশ থেকে তার শিষ্যদের আগমন ঘটে।[২] এছাড়াও দেশ বিদেশ থেকেও অনেক দর্শনার্থীর আগমন ঘটে।[৩] এখানে রাতভর বাউল গানের উৎসব চলে। এই উপলক্ষে মাজারকে রঙ্গিন করে সাজনো হয়। তবে সমালোচনা আছে এই মেলায় সিদ্ধি সেবার আসর বসানো হয়, সাধক ও ভক্তরা এখানে এসে সিদ্ধি সেবন করে।[৪][৫]
মেলার উপলক্ষ
লালন মেলার ২টি উপলক্ষ বা কারণ রয়েছে।
- লালনের জন্মবার্ষিকী উপলক্ষে।
- লালনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে।
মেলা সময়
লালন মেলা প্রতিবছর দুইবার অনুষ্ঠিত হয়।
- দোল পূর্ণিমা উৎসবের সময়।[৬]
- বাংলা কার্তিক মাসের ১ তারিখ।[৭]
আরও দেখুন
তথ্যসূত্র
উইকিমিডিয়া কমন্সে
লালন মেলা সংক্রান্ত মিডিয়া রয়েছে।