লা লিগা পুরস্কার (পূর্বে এলএফপি অ্যাওয়ার্ড বা এলএফপি পুরস্কার নামে পরিচিত ছিল) স্পেনীয় ফুটবলের প্রথম বিভাগ লা লিগায়লিগা দে ফুতবল প্রফেসিওনাল (এলএফপি) কতৃক সেরা খেলোয়াড় এবং কোচকে দেওয়া একটি বার্ষিক পুরস্কার। ২০০৮–০৯ মৌসুমে প্রতিষ্ঠিত এ পুরস্কারটি স্পেনীয় প্রতিযোগিতার ইতিহাসে প্রথম আনুষ্ঠানিক পুরস্কার।[১] প্রতিটি অবস্থানে লা লিগার সেরা কোচ এবং খেলোয়াড় (গোলরক্ষক, রক্ষণভাগ, মধ্যমাঠ এবং আক্রভাগের খেলোয়াড়) প্রত্যেক ক্লাবের অধিনায়ক এবং সহ-অধিনায়কদের ভোটের ভিত্তিতে নির্বাচিত করা হয়, যদিও সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়কে পরিসংখ্যানগত বিশ্লেষণের মাধ্যমে নির্ধারণ করা হয়।[২]
লা লিগা পুরস্কার তৈরির পর থেকে বার্সেলোনার খেলোয়াড়রা ছয়টি প্রধান বিভাগে ৩২টি সম্মাননা জিতেছে, যা অন্য যেকোনো ক্লাবের জয়ের সংখ্যার প্রায় তিনগুণ। বার্সেলোনার আক্রমণভাগের খেলোয়াড় লিওনেল মেসি ছয়বার লা লিগার সেরা খেলোয়াড় এবং সাতবার লা লিগার সেরা আক্রমণভাগের খেলোয়াড় নির্বাচিত হয়েছেন, উভয়ই সর্বকালের রেকর্ড। সব আবস্থান জুড়ে অন্যান্য অসামান্য ব্যক্তিরা হলেন বার্সেলোনার মধ্যমাঠের খেলোয়াড় আন্দ্রেস ইনিয়েস্তা পাঁচটি জয়, বার্সেলোনার কোচ পেপ গার্দিওলা চারটি জয়, রিয়াল মাদ্রিদের রক্ষণভাগের খেলোয়াড় সের্হিও রামোস চারটি জয় এবং রিয়াল মাদ্রিদের গোলরক্ষক ইকার ক্যাসিয়াস এবং বার্সেলোনার ভিক্তর ভালদেস দুটি করে জয়।
২০১৫–১৬ মৌসুমের পরে পুরস্কারটির বেশিরভাগ বিভাগ বন্ধ হয়ে যায়।[৩]
↑২০১৫ পর্যন্ত বিভাগটি সেরা মধ্যমাঠের খেলোয়াড় (প্রথম তালিকাভুক্ত) এবং সেরা আক্রমনাত্মক মধ্যমাঠের খেলোয়াড়ে বিভক্ত ছিল।
↑২০১৪ এবং ২০১৫ সালে বিভাগটি সেরা আমেরিকান খেলোয়াড় এবং সেরা আফ্রিকান খেলোয়াড়ে ভাগ করা হয়েছিল।
উদ্ধৃতি
↑"Memoria de la Liga de Fútbol Profesional 2009–10"(পিডিএফ) (Spanish ভাষায়)। Liga de Fútbol Profesional। পৃষ্ঠা 149–152। ৯ মার্চ ২০১৬ তারিখে মূল(পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৬।উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (link)
↑Garcia, Adriana (১৭ অক্টোবর ২০১৭)। "La Liga cancels 2016-17 award ceremony"। ESPN.com (ইংরেজি ভাষায়)। ২৮ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৯।
↑"The 2014–15 Liga BBVA Ideal XI"। Liga de Fútbol Profesional। ১৫ জুন ২০১৫। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৬।