মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যঞ্জেলেসের প্রধান দ্রুত পরিবহন ব্যবস্থা লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেট্রো রেল নামে (সংক্ষেপে মেট্রো রেল) পরিচিত। এটি লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে ৩টি সার্ফাস ট্রেন লাইন ও ২টি পাতাল ট্রেন লাইন চালায়।
মেট্রো রেলের সবচাইতে কর্মচঞ্চল লাইনগুলো হল রেড ও পার্পাল পাতাল ট্রেন লাইন:
- রেড লাইন: লস অ্যাঞ্জেলেসের কেন্দ্র থেকে হলিউড ও স্যান ফার্ন্যান্ডো ভ্যালিতে যায়
- পার্পাল লাইন: লস অ্যাঞ্জেলেসের কেন্দ্র থেকে কোরিয়াটাউন অঞ্চলে যায়
মেট্রো রেল তিনটি লাইনে সার্ফাস রেল চালায়। এগুলো বেশির ভাগ রাস্তার পাশে দিয়ে চলে। কয়েক জায়গায় ট্রেনগুলো মাটির নিচে বা উচা কাঠামোতে চলে:
- ব্লু লাইন: লস অ্যাঞ্জেলেসের কেন্দ্র থেকে যায় লং বীচ শহরে
- গোল্ড লাইন: লস অ্যাঞ্জেলেসের কেন্দ্র থেকে যায় প্যাসাডিনা শহরে
- গ্রীন লাইন: লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যায় নরওয়াক শহর পর্যন্ত
আরও দুই লাইন যাবে পূর্ব লস অ্যাঞ্জেলেস ও কাল্ভার সিটিও। এই দুই লাইনের নির্মাণ কাজটি ২০১০ সাল পর্যন্ত চলতে থাকবে।
বহিঃসংযোগ