ললিতা হল স্ট্যানলি কুবরিক পরিচালিত ১৯৬২ সালের মার্কিন হাস্যরসাত্মক নাট্য চলচ্চিত্র।[৩] এটি ভ্লাদিমির নাবোকভের ১৯৫৫ সালের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত, যার চিত্রনাট্য লিখেছেন লেখক নিজেই। চলচ্চিত্রটিতে একজন মধ্য-বয়স্ক সাহিত্যের অধ্যাপকের এক কিশোরীর প্রতি মোহগ্রস্থ হয়ে পড়ার গল্প বিবৃত হয়েছে। এতে নাম ভূমিকায় অভিনয় করেন সু লিয়ন এবং হুম্বার্ট হুম্বার্ট চরিত্রে জেমস মেসন, শার্লট হেজ চরিত্রে শেলি উইন্টার্স ও ক্লেয়ার কুইল্টি চরিত্রে পিটার সেলার্স অভিনয় করেন।
সে সময়ে মোশন পিকচার অ্যাসোসিয়েশন অব আমেরিকা'র (এমপিএএ) বাধ্যবাধকতার কারণে চলচ্চিত্রে উপন্যাসের কয়েকটি উদ্দীপক বিষয়কে বাদ দিতে হয়েছিল, এবং কিছু ক্ষেত্রে দর্শকদের চিন্তাশক্তির উপর ছেড়ে দেওয়া হয়েছিল। চলচ্চিত্রটি নির্মাণকালে ললিতা চরিত্রে অভিনেত্রীর বয়স ছিল ১৪ বছর।
ললিতা চলচ্চিত্রটিকে সমকালীন চলচ্চিত্র সমালোচকগণ অপছন্দ করলেও এটি বর্তমান সময়ে বেশ প্রশংসিত। কুবরিক পরবর্তী কালে এই চলচ্চিত্র সম্পর্কে মন্তব্য করেছিলেন যে তিনি যদি সেন্সরশিপের এই বাধ্যবাধকতার ব্যাপারটি বুঝতে পারতেন, তবে হয়ত তিনি এই চলচ্চিত্রটি নির্মাণই করতেন না।