রেনে ভিভিয়েন |
---|
|
জন্ম | পলিন ম্যারি টার্ন (১৮৭৭-০৬-১১)১১ জুন ১৮৭৭
|
---|
মৃত্যু | ১৮ নভেম্বর ১৯০৯(1909-11-18) (বয়স ৩২)
|
---|
সমাধি | প্যারিস |
---|
পেশা | কবি |
---|
|
|
রেনে ভিভিয়েন (১৮৭৭-১৯০৯) ব্রিটেনে জন্মগ্রহণকারী একজন ফরাসি কবি ছিলেন। ব্যক্তিগত জীবনে রেনে একজন সমকামী মহিলা ছিলেন। আর ব্রিটেনে যেহেতু সমকামিতা অবৈধ ছিলো আর ফ্রান্সে বৈধ ছিলো (১৭৯১ সালে থেকে বৈধ) তাই তিনি অল্প বয়সেই ফ্রান্সে পালিয়ে এসে ফরাসি ভাষা শিখে সে ভাষায় কবিতা লিখা শুরু করেন। তার বাবা ছিলেন ব্রিটিশ এবং মা ছিলেন মার্কিন। ১৯০১ সালে সর্বপ্রথম একটি কবিতার বই প্রকাশ করেন রেনে; তার কবিতাগুলো প্রায় সবই নারীদের মধ্যকার সমকাম নিয়ে লিখিত হতো, ১৯১০ সাল পর্যন্ত মোট ২৪টি কবিতার বই বের হয়েছিলো তার। লেখিকা নাতালি বার্নির সঙ্গে তার সমকামী সম্পর্ক ছিলো।
জীবনের প্রথমার্ধ
রেনি ভিভিয়েন ইংল্যান্ডের লন্ডনে পলিন মেরি টার্নের জন্ম গ্রহণ করেন এক ধনী ব্রিটিশ পিতা জন টার্ন এবং আমেরিকান মায়ের সংসারে। [১] জন টার্ন পেনশনার [২] হিসাবে তার সম্পদ অর্জন করেছেন। ভিভিয়েন প্যারিসের [৩] স্কুলে পড়াশুনা করেন, ১৮৮৬ সালে তার পিতার মৃত্যুর আগ পর্যন্ত।
তথ্যসূত্র
বহিঃসংযোগ