রুহুল আমিন (আনু. ১৯৪৯–২৫ আগস্ট ২০১৪) বাংলাদেশের পটুয়াখালী জেলার রাজনীতিবিদ ও প্রকৌশলী যিনি পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ছিলেন।[১][২]
প্রাথমিক জীবন
রুহুল আমিন আনু. ১৯৪৯ সালে পটুয়াখালীর বাউফলের কায়না গ্রামে জন্মগ্রহণ করেন।
রাজনৈতিক জীবন
রুহুল আমিন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। তিনি ১৯৮২ সালে জাতীয়পার্টিতে যোগ দিয়ে ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে পটুয়াখালী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১] ১৯৯১ সালের পঞ্চম ও ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে পটুয়াখালী-২ আসন থেকে তিনি পরাজিত হয়ে ছিলেন।[৩]
মৃত
রুহুল আমিন ২৫ আগস্ট ২০১৪ সালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃতবরণ করেন।[৪][২]
তথ্যসূত্র