এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত। অনুগ্রহ করে নিবন্ধটি সম্প্রসারণ করে উইকিপিডিয়াকে সাহায্য করুন। অন্যথায়, এটি অপসারণের জন্য বিবেচিত হতে পারে।(অক্টোবর ২০২১)
রুয়ান্ডা ভাষা (আরও সঠিকভাবে কিনিয়ারুয়ান্ডা ভাষা), ইংরেজি ভাষা এবং ফরাসি ভাষা যৌথভাবে রুয়ান্ডা দেশটির সরকারি ভাষা।[১] দেশটির জনগণের প্রায় ৯৮% রুয়ান্ডা ভাষাতে কথা বলেন। আন্তর্জাতিক কাজকর্মে ফরাসি ভাষা ব্যবহার করা হয়।