রুদ্রনীল ঘোষ |
---|
|
জন্ম | (1973-01-06) ৬ জানুয়ারি ১৯৭৩ (বয়স ৫১)
|
---|
জাতীয়তা | ভারতীয় |
---|
পেশা | অভিনেতা, প্রযোজক, পরিচালক, রাজনীতিবিদ |
---|
কর্মজীবন | ২০০৪-বর্তমান |
---|
রুদ্রনীল ঘোষ (জন্ম: ৬ জানুয়ারী, ১৯৭৩) একজন ভারতীয় বাংলা অভিনেতা এবং রাজনীতিবিদ।[১]
শিক্ষা
তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের নরসিংহ দত্ত কলেজ থেকে স্নাতক করেন।
ওয়ার্কশপ প্রোডাকশন প্রাইভেট লিমিটেড
২০১১ সালের ৩০ মে, রুদ্রনীল তার সহকর্মী "'পরমব্রত চট্টোপাধ্যায়"' এর সাথে প্রযোজনার উদ্দেশ্যে যৌথভাবে "'ওয়ার্কশপ"' নামের একটি প্রযোজনা সংগঠন প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানটি স্থাপনে সহযোগিতা করেন সম্বন্ধ গ্রুপের দিপক সাহা
অভিনীত চলচ্চিত্র
- স্বস্তিক সংকেত (২০২১)
- এক্সিডেন্ট (২০১৯)
- নাকাব (২০১৮)
- আষাড়ে গপ্পো (২০১৩)
- প্রলয় (২০১৩)
- হাওয়া বদল (২০১৩)
- বসন্ত উৎসব (২০১৩)
- একলা আকাশ (২০১২)
- বালুকাবেলা.কম (২০১২)
- এলার চার অধ্যায় (২০১২)
- বেডরুম (২০১২)
- চ্যাপলিন (২০১১)
- নেকলেস (২০১১)
- কিয়ো কাকা (২০১১)
- বাই বাই ব্যাঙ্কক (২০১১)
- দ্য জাপানিজ ওয়াইফ (২০১০)
- ব্যোমকেশ বক্সী (২০১০)
- মেলা (২০১০)
- লুকোচুরি (২০১০)
- থানা থেকে আসছি (২০১০)
- জোর যার মুল্লুক তার (২০১০)
- লাভ সার্কাস (২০১০)
- অন্তহীন... (২০০৯)
- ০৩৩ (২০০৯)
- কালবেলা (২০০৯)
- কালের রাখাল
- অংশুমানের ছবি (২০০৯)
- তিন ইয়ারি কথা (২০০৮)
- চোরাবালী (২০০৮)
- ছয়-ই ছুটি (২০০৮)
- দুর্গা (২০০৮)
- সাবধান পঞ্চ আসছে (২০০৮)-অসম্পূর্ণ [২]
- চালো Let's Go (২০০৮)
- হেলো কলকাতা (২০০৮)[৩]
- কলকাতা মাই লাভ (২০০৭)[৪][৫]
- আওয়ার টাইম (২০০৭)[৬]
- রিফুজি (২০০৬)[৭]
- কান্তাতার (২০০৫)
- নাদের চাঁদ (২০০৫)
- দিন প্রতিদিন (২০০৫)
- কাল (২০০৭)
- বনভূমি (২০০৭)
- ভিঞ্চি দা (২০১৯)
পুরস্কার
- ২০০৭: বেংগল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (BFJA)- সেরা সহ-অভিনেতা কান্তাতার ও রিফুজি'র জন্য[[৮][৯]
- ২০১১: জি বাংলার গৌরব- সেরা খল অভিনেতা ব্যোমকেশ বক্সী'র জন্য
রাজনৈতিক জীবন
২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে চাটার্ড প্লেনে করে দিল্লি গিয়ে অমিত শাহর কাছে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনে বিজেপির প্রার্থী করা হলেও তিনি ২৯ হাজার ভোটের ব্যবধানে তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়ের নিকট ভবানীপুর আসনে হেরেছেন।[১০]
তথ্যসূত্র
বহিঃসংযোগ