রী ভোঈ জেলা বা রী ভৈ জেলা (ইংরেজি: Ri Bhoi district) হচ্ছে ভারতের উত্তরপূর্ব দিকের প্রদেশ মেঘালয়ের১১টি জেলার মধ্যে একটি জেলা। নংপো হচ্ছে এই জেলার সদরদপ্তর। এই জেলার আয়তন ২৩৭৮ বর্গকিলোমিটার এবং ২০০১ সালের শুমারি অনুসারে মোট জনসংখ্যা ১৯২,৭৯৫ জন। ২০১১ সালের শুমারি অনুসারে এটি মেঘালয়ের দ্বিতীয় ঘনবসতিপূর্ণ জেলা।[১]