রিয়াল মাদ্রিদ ইয়ুভেনিল হলো স্পেনীয় পেশাদার ফুটবল ক্লাব, যেটি রিয়াল মাদ্রিদের অনূর্ধ্ব-১৯ দল। এই ক্লাবটি দিভিসিওন দে অনারে গ্রুপ ৫-এ খেলে। রিয়াল মাদ্রিদ ইয়ুভেনিলের প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে আতলেতিকো মাদ্রিদ এবং রায়ো ভায়েকানো।
এই ক্লাবটি জাতীয় কোপা দে কাম্পেওনেস ইয়ুভেনিল এবং কোপা দেল রে ইয়ুভেনিল অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় লীগের অবস্থানে ভিত্তিতে উয়েফা যুব লিগে উত্তীর্ণ হয়।
ইয়ুভেনিল এ
বর্তমান দল
- আগস্ট ২০১৭ পর্যন্ত হালনাগাদকৃত।
টীকা: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফার যোগ্যতার নিয়মের অধীনে নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।
আরও দেখুন
তথ্যসূত্র
|
---|
|
ইতিহাস | |
---|
সংস্কৃতি এবং শিক্ষা | |
---|
হোম স্টেডিয়াম | |
---|
প্রশিক্ষণ ক্ষেত্র | |
---|
একাডেমি | |
---|
বাস্কেটবল | |
---|
মিডিয়া | |
---|
দ্বন্দ্ব | |
---|
বিরত বিভাগসমূহ | |
---|
সম্পর্কিত নিবন্ধসমূহ | |
---|