রিচা ঘোষ
|
|
পূর্ণ নাম | রিচা মানবেন্দ্র ঘোষ |
---|
জন্ম | (2003-09-28) ২৮ সেপ্টেম্বর ২০০৩ (বয়স ২১) শিলিগুড়ি, পশ্চিমবঙ্গ, ভারত |
---|
ব্যাটিংয়ের ধরন | ডান-হাতি |
---|
বোলিংয়ের ধরন | ডান-হাত মাঝারি |
---|
|
জাতীয় দল | |
---|
টি২০আই অভিষেক (ক্যাপ ৬৫) | ১২ ফেব্রুয়ারি ২০২০ বনাম অস্ট্রেলিয়া |
---|
শেষ টি২০আই | ৮ মার্চ ২০২০ বনাম অস্ট্রেলিয়া |
---|
|
---|
|
|
|
---|
|
রিচা ঘোষ (জন্ম ২৮ সেপ্টেম্বর ২০০৩) একজন ভারতীয় ক্রিকেটার।[১] ২০২০ সালের জানুয়ারিতে, ১৬ বছর বয়সে, তিনি ২০২০ সালের আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলে স্থান পান।[২][৩][৪][৫] একই মাসে পরের দিকে, তিনি ২০২০ অস্ট্রেলিয়া মহিলা ত্রি-দেশীয় সিরিজের জন্য ভারতের স্কোয়াডেও স্থান পান।[৬] ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি, তিনি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের হয়ে ডাব্লুটি টুয়েন্টি আই'য়ে অভিষেক ঘটে।[৭]
তথ্যসূত্র
বহিঃসংযোগ
উইকিমিডিয়া কমন্সে রিচা ঘোষ সম্পর্কিত মিডিয়া দেখুন।