রামাল্লা ও আল-বিরহ গভর্নোরেট

রামাল্লা ও আল-বিরহ গভর্নোরেট ( আরবি: محافظة رام الله والبيرة Muḥāfaẓat Rām Allāh wa l Bīra ) হল ফিলিস্তিনের ১৬টি গভর্নরেটের মধ্যে একটি । এটি জেরুজালেম গভর্নরেটের উত্তর সীমান্তে মধ্য পশ্চিম তীরের একটি বড় অংশ জুড়ে রয়েছে। এর জেলা বা মুহফাজা হল আল-বিরহ শহর।[][]

ফিলিস্তিনি কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো (PCBS) অনুসারে, ২০০৭ সালে জেলার জনসংখ্যা ছিল ২৭৯৭৩০ জন।[] এর গভর্নর হলেন ডাঃ লায়লা ঘন্নাম, প্রথম মহিলা গভর্নর।[]

এলাকাগুলো

পিসিবিএস-এর মতে, গভর্নরেটের ৭৮টি এলাকা রয়েছে, যার মধ্যে শরণার্থী শিবির রয়েছে । এর এখতিয়ারে ১৩টি এলাকা পৌরসভার মর্যাদা পেয়েছে।

শহর

  • আল- বিরহ: ৪৫৯৭৫ জন
  • রামাল্লা : ৩৮,৯৯৮ জন
  • বেইতিন : ২৬৬০৪ জন
  • রওয়াবী : ৭১০

পৌরসভা

রামাল্লা এবং আল-বিরহ গভর্নরেটের নিম্নোক্ত এলাকাগুলোর জনসংখ্যা ৫,০০০-এর বেশি।

  • বনী জাইদ
  • বনি জেইদ আল-শারকিয়া
  • বেইট লিক্যা
  • বীর জেইত
  • দেইর আম্মার
  • দেইর দিবওয়ান
  • দেইর জারির
  • আল-ইত্তিহাদ
  • খারবাথা আল-মিসবাহ
  • আল-মাজরা আশ-শরকিয়া
  • নি'লিন
  • সিলওয়াদ
  • সিনজিল
  • তুরমুস আইয়া
  • আল-জাইতুনাহ

গ্রাম পরিষদ

রামাল্লা এবং আল-বিরহ গভর্নরেটের নিম্নলিখিত এলাকাগুলির জনসংখ্যা ১০০০-এর বেশি।

শরণার্থী শিবির

  • আমরি
  • কালান্দিয়া
  • জালাজোন

আরও দেখুন

তথ্যসূত্র

  1. :: Al-Bireh Municipality :: ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০০৮-০৬-২০ তারিখে
  2. Administrative divisions in Palestine ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০০৬-১২-২৩ তারিখে
  3. [১] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৪ নভেম্বর ২০১০ তারিখে.
  4. "Archived copy"। ২০১০-১২-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৪-০২ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!