রামসে হান্ট সিনড্রোম হলো তিনটি ভিন্ন স্নায়বিক সিনড্রোমের সমষ্টি। বিখ্যাত স্নায়ুবিদ জেমস রামসে হান্ট (১৮৭২-১৯৩৭) সর্বপ্রথম তিনটি সিনড্রোমকে একত্রে লিপিবদ্ধ করেছিলেন।
- রামসে হান্ট সিনড্রোম টাইপ ১, যাকে রামসে হান্ট সেরিবেলার সিন্ড্রোমও বলা হয়। এটি সেরেবেলার ক্ষয়ের একটি বিরল রূপ। এক্ষেত্রে মায়োক্লোনিক এপিলেপসি, প্রগতিশীল অ্যাটাক্সিয়া, কম্পন এবং চিত্তভ্রংশ দেখা যায়। [১]
- রামসে হান্ট সিনড্রোম টাইপ ২ হল জেনিকুলেট গ্যাংলিয়নে হারপিস জোস্টারের পুনরায় সক্রিয়করণ। একে কখনও কখনও হারপিস জোস্টার ওটিকাস বলা হয়। এর পরিবর্তনশীল লক্ষণের মধ্যে মুখের স্নায়ুর নিম্ন মোটর নিউরন ক্ষত, বধিরতা, মাথা ঘোরা এবং ব্যথা অন্তর্ভুক্ত। [২] [৩] ipsilateral
এছাড়া মুখের পক্ষাঘাত, কানের ব্যথা এবং কানের ভেসিকলের ট্রায়াড হতে পারে। [৪]
তথ্যসূত্র