রামপুরহাট মহকুমা

রামপুরহাট মহকুমা
মহকুমা
রামপুরহাট মহকুমার অবস্থান
স্থানাঙ্ক: ২৪°১০′ উত্তর ৮৭°৪৭′ পূর্ব / ২৪.১৭° উত্তর ৮৭.৭৮° পূর্ব / 24.17; 87.78
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাবীরভূম
সদররামপুরহাট
ভাষা
 • সরকারিবাংলা, ইংরেজি
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০)
আইএসও ৩১৬৬ কোডISO 3166-2:IN

রামপুরহাট মহকুমা হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার একটি মহকুমা। রামপুরহাটনলহাটি মহকুমা এবং ময়ূরেশ্বর ১, ময়ূরেশ্বর ২, রামপুরহাট ১, রামপুরহাট ২, মুরারই ১, মুরারই ২, নলহাটি ১ ও নলহাটি ২—এই আটটি সমষ্টি উন্নয়ন ব্লক নিয়ে এই মহকুমা গঠিত। উক্ত আটটি ব্লকের অধীনে মোট ৬৫টি গ্রাম পঞ্চায়েত আছে। এই মহকুমার সদর রামপুরহাট।

এলাকা

রামপুরহাট ও নলহাটিপৌরসভা ছাড়া রামপুরহাট মহকুমায় ময়ূরেশ্বর ১, ময়ূরেশ্বর ২, রামপুরহাট ১, রামপুরহাট ২, মুরারই ১, মুরারই ২, নলহাটি ১ ও নলহাটি ২—এই আটটি সমষ্টি উন্নয়ন ব্লকের অধীনে মোট ৬৫টি গ্রাম পঞ্চায়েত রয়েছে।[]

ব্লক

ময়ূরেশ্বর ১ ব্লক

ময়ূরেশ্বর ১ সমষ্টি উন্নয়ন ব্লকের অধীনে নয়টি গ্রাম পঞ্চায়েত আছে। যথা: বড়তুরিগ্রাম, দক্ষিণগ্রাম, মল্লারপুর ১, বাজিতপুর, জিকোড্ডা, মল্লারপুর ২, ডাবুক, কানাচি ও তালোয়ান।[] ব্লকটি ময়ূরেশ্বর থানার অধীনস্থ।[] ব্লকের সদর মল্লারপুর[]

ময়ূরেশ্বর ২ ব্লক

ময়ূরেশ্বর ২ সমষ্টি উন্নয়ন ব্লকের অধীনে নয়টি গ্রাম পঞ্চায়েত আছে। যথা: দশপালসা, কালেশ্বর, ময়ূরেশ্বর, উলকুন্ডা, দেকা, কুন্ডোলা ও সাতপালসা।[] ব্লকটি ময়ূরেশ্বর থানার অধীনস্থ[] ব্লকের সদর কোটাসুর[]

রামপুরহাট ১ ব্লক

রামপুরহাট ১ সমষ্টি উন্নয়ন ব্লকের অধীনে নয়টি গ্রাম পঞ্চায়েত আছে। যথা: দখলবাটী, কুসুম্বা, বোনহাট, কষ্টগোরা, মাশরা, বরশাল, খারুন ও নারায়ণপুর।[] ব্লকটি রামপুরহাট ও মারগ্রাম থানার অধীনস্থ।[] ব্লকের সদর রামপুরহাট।[] rampurhat-i block

রামপুরহাট ২ ব্লক

রামপুরহাট ২ সমষ্টি উন্নয়ন ব্লকের অধীনে নয়টি গ্রাম পঞ্চায়েত আছে। যথা: বিষ্ণুপুর, হাঁসন ১, মারগ্রাম ১, বুধিগ্রাম, হাঁসন ২, মারগ্রাম ২, দুনিগ্রাম, কালুহা ও সাহাপুর।[] ব্লকটি মারগ্রাম থানার অধীনস্থ। [] ব্লকের সদর রামপুরহাট।[]

মুরারই ১ ব্লক

মুরারই ১ সমষ্টি উন্নয়ন ব্লকের অধীনে সাতটি গ্রাম পঞ্চায়েত আছে। যথা: ছাতরা, গোরশা, মুরারই, রাজগ্রাম, ডুমুরগ্রাম, মাহুরাপুর ও পালসা।[] ব্লকটি মুরারই থানার অধীনস্থ। [] ব্লকের সদর মুরারই।[]

মুরারই ২ ব্লক

মুরারই ২ সমষ্টি উন্নয়ন ব্লকের অধীনে নয়টি গ্রাম পঞ্চায়েত আছে। যথা: আমডোল, কুশমোর ১, পাইকর ১, জাজিগ্রাম, মিত্রপুর, পাইকর ২, কুশমোরা ২, নন্দীগ্রাম ও রুদ্রনগর।[] ব্লকটি মুরারই থানার অধীনস্থ। [] ব্লকের সদর পাইকর।[]

নলহাটি ১ ব্লক

নলহাটি ১ সমষ্টি উন্নয়ন ব্লকের অধীনে নয়টি গ্রাম পঞ্চায়েত আছে। যথা: বানিওর, হরিদাসপুর, কাঠিয়া ১, বারলা, কালিঠা, কুরুমগ্রাম, বাউটিয়া, কাঠিয়া ২ ও পাইকপাড়া।[] ব্লকটি নলহাটি থানার অধীনস্থ।[] ব্লকের সদর নলহাটি।[]

নলহাটি ২ ব্লক

নলহাটি ২ সমষ্টি উন্নয়ন ব্লকের অধীনে নয়টি গ্রাম পঞ্চায়েত আছে। যথা: বারা ১, ভদ্রপুর ১, নোয়াপাড়া, বারা ২, ভদ্রপুর ২ ও শীতলগ্রাম।[] ব্লকটি নলহাটি থানার অধীনস্থ।[] ব্লকের সদর লোহাপুর।[]

আইনসভার কেন্দ্র

পশ্চিমবঙ্গে সীমানা পুনর্নির্ধারণ কমিশন কর্তৃক আইনসভা কেন্দ্রগুলির সীমানা পুনর্নির্ধারণের পর রামপুরহাট মহকুমার অন্তর্গত আইনসভার কেন্দ্রগুলির অবস্থান নিম্নরূপ:[]

পাদটীকা

  1. "Directory of District, Sub division, Panchayat Samiti/ Block and Gram Panchayats in West Bengal, March 2008"West Bengal। National Informatics Centre, India। ২০০৮-০৩-১৯। ২০০৯-০২-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১২-১৬ 
  2. "List of Districts/C.D.Blocks/ Police Stations with Code No., Number of G.Ps and Number of Mouzas"। Census of India, Directorate of Census Operations, West Bengal। সংগ্রহের তারিখ ২০০৮-১২-১৬ 
  3. "Contact details of Block Development Officers"Birbhum district। Panchayats and Rural Development Department, Government of West Bengal। সংগ্রহের তারিখ ২০০৮-১২-২৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "Press Note, Delimitation Commission" (PDF)Assembly Constituencies in West Bengal। Delimitation Commission। পৃষ্ঠা 22, 25। সংগ্রহের তারিখ ২০০৯-০১-২৫ 

টেমপ্লেট:Birbhum District

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!